২৬ সপ্তাহের ভ্রূন নষ্টের আবেদন খারিজ করল আদালত

কলকাতা, ৩০ জানুয়ারিঃ এক গর্ভবতীর ২৬ সপ্তাহের ভ্রূণ নষ্ট করার আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। পিজি হাসপাতালের কয়েকজন চিকিৎসকদের নিয়ে গড়া মেডিক্যাল বোর্ড জানিয়েছে, ভ্রূণটিতে ইতিমধ্যেই বেশ কয়েকটি অঙ্গ তৈরি হয়ে গিয়েছে এবং ভ্রূণটির জন্য গর্ভবতী ওই মহিলার কোনও প্রাণসংশয়ের পরিস্থিতি তৈরি হবে না। মেডিক্যাল বোর্ডের রিপোর্ট পাওয়ার পর বিচারপতি তপোব্রত চক্রবর্তী ওই মহিলার আবেদন খারিজ করে দিয়ে বলেন, ওই ভ্রূণটি আবেদনকারীর দেহে থাকলে মেডিক্যাল রিপোর্ট অনুযায়ী তাঁর কোনও সমস্যা হওয়ার কথা নয়। এই কারণেই গর্ভপাতের অনুমতি দেওয়া যাচ্ছে না।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2DGwpGP

January 30, 2019 at 12:12PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top