মুম্বই, ২২ জানুয়ারিঃ ‘আজ আমি বেঁচে আছি বাল ঠাকরের জন্যই।’- এদিন ‘ঠাকরে’ ছবির ট্রেলার প্রকাশে এসে এমনটাই জানালেন বিগ বি। ১৯৮২ সালে ‘কুলি’ ছবির শ্যুটিং চলাকালীন মারামারির দৃশ্যে অভিনয় করতে গিয়ে মারাত্মক আহত হয়েছিলেন অমিতাভ বচ্চন৷ সেসময় কোনও অ্যাম্বুল্যান্সও পাওয়া যাচ্ছিল না তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য। অমিতাভ বচ্চন জানান, সেই সময়ে সিনেমার প্রযোজনা সংস্থা বালাসাহেব ঠাকরের কাছে যান। এবং শুধুমাত্র বালাসাহেবের একটি কথাতেই অ্যাম্বুল্যান্স আনা হয় অমিতাভের জন্য। অমিতাভ আজও বলেন, ‘সেদিন বালাসাহেব না থাকলে আমি মারাই যেতাম। আমি ওঁকে খুবই শ্রদ্ধা করি।’
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2AV0JMo
January 22, 2019 at 05:34PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন