প্রয়াত মাথাভাঙ্গার প্রবীণ শিক্ষক ও ক্রীড়া ব্যক্তিত্ব

মাথাভাঙ্গা, ২৮ জানুয়ারিঃ প্রয়াত মাথাভাঙ্গার প্রবীণ শিক্ষক ও ক্রীড়া ব্যক্তিত্ব নিখিলেশ সরকার ওরফে বাচ্চু সরকার। সোমবার সকাল ৯টা ২৬ মিনিট নাগাদ মাথাভাঙ্গা শহরের থানাপাড়ায় নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি।

ক্রিকেট, টেবিল টেনিস, ব্যাডমিন্টন ও ফুটবলার হিসাবে সুনামের সঙ্গে দীর্ঘদিন খেলেছেন নিখিলেশবাবু। পরবর্তীকালে এই সমস্ত খেলাধুলার ধারাভাষ্যকার হিসেবে তাঁর যথেষ্ট সুনাম ছিল। এদিন মাথাভাঙ্গা হাইস্কুলের প্রধান শিক্ষক চৈতন্য পোদ্দার সহ স্কুলের শিক্ষক শিক্ষিকা ও ছাত্ররা তাঁকে শেষ শ্রদ্ধা জানান। পরে মাথাভাঙ্গা হাইস্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষকের মৃত্যুতে শোকসভা করে স্কুল ছুটি দিয়ে দেওয়া হয়। তিনি মাথাভাঙ্গা মহাকুমা ক্রীড়া সংস্থা এবং ভারতীয় রেডক্রস সোসাইটির মাথাভাঙ্গা শাখার সদস্য ছিলেন। তাঁর মৃত্যুতে মাথাভাঙ্গার শিক্ষা এবং ক্রীড়া মহলে শোকের ছায়া নেমে এসেছে। এদিন মাথাভাঙ্গা শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।

সংবাদদাতাঃ বিশ্বজিৎ সাহা



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2B51yCo

January 28, 2019 at 01:56PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top