শিবগঞ্জে দু’ পিস্তলসহ র‌্যাবের হাতে ইউসুফ আটক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অভিযান চালিয়ে ২ টি বিদেশী পিস্তল. ৪ টি ম্যাগজিন, ১২ রাউন্ড গুলিসহ ইউসুফ আলী (২৮) নামে একজনকে আটক করেছে র‌্যাব। আটক ইউসুফ শাহবাজপুর ইউনিয়নের উনিশবিঘি গ্রামের নজরুল ইসলামের ছেলে।

র‌্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অস্ত্রের বেচাকেনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ২টার দিকে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের কাগমারী গ্রামের দলালপুর মোড়ে অভিযান চালায় র‌্যাবের একটি দল। এই সময় ২ টি বিদেশী পিস্তল. ৪ টি ম্যাগজিন, ১২ রাউন্ড গুলিসহ ইউসুফ আলীকে আটক করা হয়। আটক ইউসুফ আলী অস্ত্র ব্যবসায়ী বলে জানিয়েছে র‌্যাব, এই ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা দায়ের হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৭-০১-১৯


from Chapainawabganjnews http://bit.ly/2VVFO4w

January 17, 2019 at 02:19PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top