রায়গঞ্জ শহরকে ‘গ্রিন ও সাসটেনেবল সিটি’ হিসেবে গড়ে তুলতে উদ্যোগী অধ্যাপক

রায়গঞ্জ, ৬ জানুয়ারিঃ রায়গঞ্জ শহরকে ‘গ্রিন ও সাসটেনেবল সিটি’ হিসাবে গড়ে তোলার উদ্যোগী হলেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের অধ্যাপক ডঃ তাপস পাল| ইতিমধ্যেই ২০টি প্রস্তাব সম্বলিত একটি চিঠি রায়গঞ্জ পৌরসভার চেয়ারম্যানের হাতে তুলে দিয়েছেন তাপসবাবু| তাঁর প্রস্তাবগুলির মধ্যে উল্লেখযোগ্য হল শহরে ‘প্রেস্টিজ রুম’ ও ‘ব্রেস্ট ফিডিং রুম’ তৈরি করা| তাপসবাবু বলেছেন, ‘শহরের বাইরে থেকে আগত মহিলারা তাঁদের বাচ্চাদের বুকের দুধ খাওয়াতে পারবে এই ব্রেস্ট ফিডিং রুমে| পাশাপাশি রাস্তায় বেরিয়ে যদি কোনও মহিলার পিরিয়ড শুরু হয় তাহলে প্রয়োজনে প্রেস্টিজ রুম ব্যবহার করতে পারবেন| এছাড়াও শহরের সৌন্দর্যায়নে রাস্তার ডিভাইডারে গাছ লাগানোর পরামর্শ দিয়েছেন তাপসবাবু| তাঁর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন পুরপিতা সন্দীপ বিশ্বাস| তিনি বলেন, ‘খুব ভালো উদ্যোগ| শীঘ্রই বিষয়গুলি নিয়ে আলোচনা করা হবে|’

প্রসঙ্গত, রায়গঞ্জ শহরকে গ্রিন সিটি করার দাবি উঠছে সর্বত্র| শহরের পশুপ্রেমী সংগঠন পিপল ফর অ্যানিম্যালস এবং শহরের পরিবেশপ্রেমীরা ইতিমধ্যেই এই দাবি তুলেছেন|

সংবাদদাতাঃ রাহুল দেব



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2RwbnTb

January 06, 2019 at 07:21PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top