তিরুবনন্তপুরম, ৩ জানুয়ারিঃ শবরীমালায় বিক্ষোভের জেরে এবার প্রাণহানির ঘটনা ঘটল। বুধবার দুই মহিলার মন্দিরে ঢুকে পুজো দেওয়ার পর থেকেই উত্তেজনা বাড়ছিল। মহিলাদের পুজো দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ দেখাচ্ছিল মন্দির বাঁচাও কমিটি। সেই সময় কমিটির সদস্যদের দিকে পাথর ছোড়ার অভিযোগ ওঠে সিপিএমের বিরুদ্ধে। পাথরের আঘাতে গুরুতর জখম হন শবরীমালা কর্ম সমিতির সদস্য চন্দ্রন উন্নিথান। গভীর রাতে মৃত্যু হয় তাঁর। এর পরেই মন্দির সংলগ্ন এলাকায় পরিস্থিতি রীতিমতো অগ্নিগর্ভ হয়ে ওঠে। বৃহস্পতিবার দিনভর রাজ্যজুড়ে বন্ধ ডেকেছে দক্ষিণপন্থী সংগঠনগুলি। সকাল থেকেই মন্দির সংলগ্ন এলাকা এবং কেরলের বিস্তীর্ণ এলকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। কোনওভাবেই এই বন্ধকে হালকাভাবে নিচ্ছে না প্রশাসন। যে কোনও পরিস্থিতি মোকাবিলা করতে তৈরি রয়েছে কেরল সরকার। এই কারণে সব জায়গায় আগাম সতর্কতা নেওয়া হয়েছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা বাতিল করা হয়েছে। অন্যদিকে ব্যবসায়িক সংগঠনগুলির মতে, তারা এই বন্ধ পালন করবেন না। রাজ্যজুড়ে স্বাভাবিক ছন্দ বজায় রাখার দাবি জানিয়েছে তারা।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2QjFXL7
January 03, 2019 at 11:27AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন