মুম্বাই, ১৫ জানুয়ারি- বিগত কয়েক মাস ধরেই খবরের শিরোনামে প্রাক্তন বিশ্বসুন্দরীর লাভ লাইফ। বয়ফ্রেন্ড রোহমানের সঙ্গে নিত্যনতুন সোশ্যাল পোস্ট থেকেই স্পষ্ট প্রেমের সমুদ্রে ভাসছেন সুস্মিতা সেন। ১৫ বছরের ছোট প্রেমিকেই আপাতত মজেছেন তিনি। কখনও এক সঙ্গে শরীরচর্চা, তো আবার কখনও জন্মদিনে নিবিড় মুহূর্ত শেয়ার করছেন নিজস্ব সোশ্যাল অ্যাকাউন্টে। তবে, এবার যে ভিডিওটি আপলোড করেছেন সুস্মিতা তা বেশ মজার। সম্প্রতি কত্থকের তালিম নেওয়া শুরু করেছেন সুস্মিতা। বিশিষ্ট কত্থক শিল্পী গুরু প্রীতম শিকারের কাছে নাচের প্রশিক্ষণ নিচ্ছেন তিনি। ভাল সম্পর্কের খাতিরেই গুরুকে মা বলে সম্বোধন করেন সুস্মিতা। ভিডিওটিতে দেখা যায়, ক্লাসের ফাঁকেই রোহমান গুরুমা-কে কাশ্মীরী ভাষায় আমি তোমাকে ভালোবাসি বলতে শেখাচ্ছেন। আবার, মরাঠি ভাষাতেও এই কথাই শিখছেন গুরুমা-র কাছ থেকে। সব শেষে চমক দিলেন সুস্মিতা। তিনি দুজনকেই শেখালেন এই বাক্যটি বাংলায় বলতে। গুরু মা এক বারেই পারলেন, কিন্তু প্রেমিক রোহমান পারলেন না। উচ্চারণের সামান্য ভুলের জন্য বকা খেলেন প্রেমিকার কাছে। গোটা ব্যাপারটার ভিডিও নিজেই করছিলেন সুস্মিতা। তবে, এই ভিডিও শুধুমাত্র ব্যক্তিগত মুহূর্ত ভাগ করার জন্যই আপলোড করেননি সুস্মিতা। ভিডিওর শেষে তাঁর ফ্যান ফলোয়ার্সদের জন্য একটি বিশেষ আবেদনও রেখেছেন নায়িকা। নিজেদের মাতৃভাষায় এই বাক্যটিকে বলার অনুরোধ জানিয়েছেন তিনি। আপলোডের পরেই সোশ্যাল নেটওয়ার্কে বেশ ভাইরাল এই ভিডিওটি। View this post on Instagram 😄I almost forgot to post this but I never forget to say it!!! ❤️I love you guys!!!😁😍love begets love...say it more often feel the vibe transform every single time!!!👏💃🏻😁 @pritam_shikhare @rohmanshawl #yourstruly wish you love a beautiful Monday!!!😉💋 #sharing #languageoflove #sayit #feelit #beit ❤️💃🏻😁 A post shared by Sushmita Sen (@sushmitasen47) on Jan 13, 2019 at 6:02pm PST



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2RW4QS9
January 16, 2019 at 05:23AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top