রায়গঞ্জ, ২৪ জানুয়ারিঃ উত্তর দিনাজপুর জেলা জুড়ে চালের কল, সোনার দোকান সহ বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে হানা দিল আয়কর দপ্তর। জানা গিয়েছে, বৃহস্পতিবার রায়গঞ্জের এক স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে হানা দেয় আয়কর দপ্তর। যদিও বাড়িতে ওই ব্যবসায়ীর হদিস মেলেনি। তবে দফায় দফায় জেরা করা হয়েছে বাড়িতে থাকা কর্মী ও আত্মীয়স্বজনকে। সূত্রের খবর, বেশ কিছু নথিও বাজেয়াপ্ত করা হয়েছে। আয়কর দপ্তর সূত্রে জানা গিয়েছে, জেলার স্বর্ণ ব্যবসায়ী, চালকলের মালিক ও বিভিন্ন ডিস্ট্রিবিউটর ও এজেন্সির বাড়িতে হানা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। উত্তরবঙ্গ সংবাদের খবরের জেরেই নড়েচড়ে বসেছে আয়কর দপ্তরের কর্তারা। নাম প্রকাশে অনিচ্ছুক এক আয়কর দপ্তরের কর্তা বলেন, বিভিন্ন ব্যবসায়ীর বাড়িতে হানা দিতে গেলে সমস্যায় পড়তে হচ্ছে। সেই কারণে বিভিন্ন থানার পুলিশ অফিসারদের সাহায্য নেওয়ার জন্য চিঠি পাঠানো হয়েছে। রায়গঞ্জ শহর সহ সংলগ্ন এলাকার মোট পাঁচ জায়গায় তল্লাশি চালানো হয়েছে।
সংবাদদাতাঃ বিশ্বজিৎ সরকার
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2Tc2lIG
January 24, 2019 at 10:39PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন