নিউইয়র্ক, ২৭ জানুয়ারি- নিউইয়র্কে বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান দুই পুলিশ কর্মকর্তাকে সম্মাননা দেয়া হয়েছে। তারা হলেন- খন্দকার আবদুল্লাহ ও সাইদ আলী। পেশাগত ক্ষেত্রে সাফল্যের জন্য তাদের এ সম্মাননা দেয়া হয়েছে। শুক্রবার (২৫ জানুয়ারি) নিউইয়র্কে কনস্যুলেট জেনারেল আয়োজিত অনুষ্ঠানে এ সম্মাননা দেয়া হয়। জানা গেছে, বাংলাদেশি-আমেরিকান কর্মকর্তাদের মধ্যে প্রথমবারের মতো খন্দকার আবদুল্লাহ নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টে (এনওয়াইপিডি) ক্যাপ্টেন পদে পদোন্নতি পেয়েছেন। তার যোগ্যতা ও কর্মদক্ষতার মাধ্যমে এনওয়াইপিডিতে এই সম্মানজনক পদ অর্জন করেন। আরেক পুলিশ কর্মকর্তা সাইদ আলী সম্প্রতি সাবওয়ে স্টেশনে একাই পাঁচজন দুষ্কৃতকারীকে প্রতিহত করেন। এতে পুলিশ বিভাগের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন। এছাড়া নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টের পুলিশ কমিশনারের প্রতিনিধি হিসেবে ব্রুকলিন ব্যুরো সাউথ পেট্রলের নির্বাহী কর্মকর্তা ও ডেপুটি চিফ চার্লস শল, বাংলাদেশি-আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের (বাপা) সভাপতি সুজাত খান, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ও বাপার অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বাংলাদেশি-আমেরিকান সাংবাদিকেরা ছাড়াও মিশন ও কনস্যুলেটের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। এমএ/ ০০:৪৪/ ২৭ জানুয়ারি
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2TlNtYp
January 27, 2019 at 06:44AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন