মেটেলি, ১২ জানুয়ারিঃ স্বামী বিবেকানন্দের ১৫৬তম জন্মজয়ন্তী উপলক্ষে পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে এবং মাটিয়ালি ব্লক ছাত্র যুব উৎসব কমিটির পরিচালনায় পালিত হল বিবেক চেতনা উত্সব। শনিবার মেটেলি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই উত্সবের আয়োজন করা হয়। এদিন সকালে এক বিশাল পদযাত্রার আয়োজন করা হয়েছিল। এলাকার স্কুল পড়ুয়া ও মহিলারা এই পদযাত্রায় অংশ নেন।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেটেলির জয়েন্ট বিডিও শেখার শেরপা, মাটিয়ালি পঞ্চায়েত সমিতির সভাপতি বিক্রম রুন্ডা, জেলা পরিষদ সদস্যা আশ্রিতা লাকরা মুন্ডা, সমাজসেবী জোসেফ মুন্ডা, হোসেন হাবিবুল হাসান, ইনডং মাটিয়ালি গ্রাম পঞ্চায়েত উপ প্রধান সিনু মুন্ডা প্রমুখ। খুদে ছেলে মেয়েদের ক্রীড়া ও অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্বামীজীর আদর্শ নিয়ে আলোচনা সভাও হয়।
সংবাদদাতাঃ রহিদুল ইসলাম
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2Rqeyww
January 12, 2019 at 01:25PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন