বন্‌ধ রুখতে কড়া রাজ্য

কলকাতা, ৪ জানুয়ারিঃ কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে সিপিএমের ডাকা বন্‌ধে সমর্থন করতে নারাজ রাজ্য। প্রতিবারের মত এবারও বন্‌ধ রুখতে কড়া রাজ্য। শুক্রবার নবান্নের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে, ৭ থেকে ১০ জানুয়ারির মধ্যে রাজ্য সরকারি কর্মচারীরা ছুটি নিতে পারবেন না।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, ৭ থেকে ১০ জানুয়ারির মধ্যে অর্ধ দিবসও ছুটি নেওয়া যাবে না। রাস্তায় গাড়ি চলছে না, বা অন্য কোনও সমস্যা দেখিয়েও এই কয়েকদিন ছুটি নেওয়া যাবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে নবান্ন।

নবান্নের কড়া নির্দেশ, নির্দিষ্ট এই দিনগুলিতে কেউ না কর্মস্থলে না গেলে তাকে শোকজ করা হবে। জবাব না দিলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। জানানো হয়েছে, ছুটি ও একদিনের বেতনও কাটা যাবে।

যে সব সরকারি কর্মচারী ৪ জানুয়ারির আগে থেকে ছুটিতে আছে, হাসপাতালে চিকিত্‍সাধীন ও পরিবারের কোন সদস্যের মৃত্যুর কারণে যাঁরা ছুটিতে রয়েছেন, মাতৃত্বকালীন ছুটিতে রয়েছেন যাঁরা, তাঁদের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে।

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2C2o6TE

January 04, 2019 at 06:17PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top