ঢাকা, ০৪ জানুয়ারি- পঞ্চাশ-ষাটের দশকের খ্যাতনামা ফুটবলার কবির আহমেদ আর নেই। বৃহস্পতিবার রাতে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন সাবেক এ তারকা ফুটবলার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর। দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ ছিলেন। ষাটের দশকে চিহ্লা মং চৌধুরী মারী, আশরাফ চৌধুরী এবং কবির আহমেদ ছিলেন দেশের ফুটবলের ত্রয়ী। তারা একসঙ্গে খেলেছেন। তাদের মাধ্যমে তৈরি হয়েছিল তখনকার ফুটবলে আলাদা ইমেজ। আশরাফ এবং মারী আগেই মারা গিয়েছেন। এবার পৃথিবীর মায়া ছেড়ে চলে গেলেন কবির আহমেদও। তার মৃত্যুর মধ্য দিয়ে শেষ হলো ষাটের দশকের আলোচিত সেই ফুটবলত্রয়ীর অধ্যায়। কবির আহমেদ পাকিস্তান জাতীয় দলের হয়েও খেলেছেন ৫ বছর। ছিলেন সহ-অধিনায়ক। অংশ নিয়েছিলেন টোকিও অলিম্পিক গেমস ফুটবলেও। ৫২ সালে প্রথম ঢাকার মাঠে বিজি প্রেসের জার্সি গায়ে লিগ চ্যাম্পিয়ন হয়েছিলেন কবির। ৫৬ সালে খেলেছেন মোহামেডানে। শুক্রবার দুপুরে আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হয়। কবির আহমেদের মৃত্যুতে শোক প্রকাশ করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব ও সম্মিলিত ক্রীড়া পরিবার। সূত্র: জাগোনিউজ আর/১২:১৪/০৪ জানুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2Vsgdjn
January 05, 2019 at 05:07AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top