ঢাকা, ০৮ জানুয়ারি-বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রেকর্ড গড়েছেন মাশরাফি বিন মুর্তজা। রংপুর রাইডার্সের এই অধিনায়ক মঙ্গলবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ৪ ওভারে ১১ রানে ৪ উইকেট শিকার করেন। মাশরাফির এই বোলিং ফিগারই বিপিএলের ছয় আসরে সেরা। এর আগে গত শনিবার বিপিএলের চলতি ষষ্ঠ আসরের উদ্বোধনী ম্যাচে মাশরাফির রংপুরের বিপক্ষে ৪ ওভারে ১৪ রানে ৪ উইকেট শিকার করেন চিটাগাং ভাইকিংসের দক্ষিণ আফ্রিকান পেসার রবি ফ্রাইলিংক। মঙ্গলবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে রংপুর রাইডার্সের অধিনায়ক মাশরাফির গতির সামনে দাঁড়াতেই পারেননি কুমিল্লার তারকা ব্যাটসম্যানরা। সময়ের ব্যবধানে উইকেট পড়ে যাওয়ায় শেষ পর্যন্ত ৬৩ রানে অলআউট কুমিল্লা। দলের হয়ে সর্বোচ্চ ১৮ বলে ২৫ রান করেন কুমিল্লার পাকিস্তানি অলরাউন্ডার শহীদ আফ্রিদি। ইনিংসের শুরুতেই কুমিল্লার ব্যাটিং লাইনআপ ভেঙে দেন মাশরাফি। ১৮ রানে কুমিল্লার টপ অর্ডার তিন ব্যাটসম্যান তামিম ইকবাল, ইভিন লুইস এবং ইমরুল কায়েসকে সাজঘরে ফেরান মাশরাফি। এরপর পাকিস্তানের অলরাউন্ডার শোয়েব মালিককে ফেরান শফিউল ইসলাম। চারে ব্যাটিংয়ে নামা কুমিল্লার অস্ট্রেলিয়ান অধিনায়ক স্টিভ স্মিথকে সাজঘরে পাঠান মাশরাফি। ১৮ রানে ৫ উইকেট হারিয়ে ম্যাচ থেকে কার্যত ছিটকে যায় কুমিল্লা। এরপর সাতে ব্যাটিংয়ে নামা পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি দলকে উত্তরণের চেষ্টা করেও ব্যর্থ হন। তাকে সঙ্গ দিতে পারেননি এনামুল হক বিজয়, সাইফউদ্দিনরা ১৮ বলে ২৫ রান করে অষ্টম ব্যাটসম্যান হিসেবে ফেরেন আফ্রিদি। এরপর মেহেদী হাসান এবং আবু হায়দরা রনিরা প্রত্যাশিত ব্যাটিং করতে না পারায় ১৬.২ ওভারে ৬৩ রানে অলআউট হয় কুমিল্লা। রংপুরের হয়ে মাশরাফি ৪ ওভারে ১১ রানে নেন ৪ উইকেট। এছাড়া ৩.২ ওভারে ৩ উইকেট নেন নাজমুল হোসেন অপু। ২ ওভারে ৮ রানে ২ উইকেট নেন শফিউল ইসলাম। কুমিল্লা ভিক্টোরিয়ান্স: তামিম ইকবাল, ইভিন লুইস, ইমরুল কায়েস, স্টিভ স্মিথ, শোয়েব মালিক, এনামুল হক বিজয়, শহীদ আফ্রিদি, সাইফউদ্দিন, আবু হায়দার রনি, মেহেদী হাসান ও মোহাম্মদ শহীদ। রংপুর রাইডার্স: রাইলি রুশো, ক্রিস গেইল, মেহেদী মারুফ, মোহাম্মদ মিঠুন, রবি বোপারা, ফরহাদ রেজা, বেনি হাওয়েল, মাশরাফি বিন মুর্তজা, নাজমুল ইসলাম অপু, শফিকুল ইসলাম ও সোহাগ গাজী। সূত্র: যুগান্তর এইচ/১৯:৫০/০৮ জানুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2sfCOm7
January 09, 2019 at 01:53AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top