ভেঙে পড়ল বায়ুসেনার পণ্যবাহী বিমান, মৃত ১৫

তেহরান, ১৫ জানুয়ারিঃ ভেঙে পড়ল বায়ুসেনার একটি পণ্যবাহী বিমান। দুর্ঘটনাটি ঘটেছে ইরানের রাজধানী তেহরানের কাছে। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১৫ জনের।

জানা গিয়েছে, পণ্যবাহী বোয়িং-৭০৭ বিমানটি কিরঘিজস্তানের বিশকেক থেকে রওনা দিয়েছিল। সোমবার সকালে আলবর্জ প্রদেশের ফাথ বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয় বিমানটিকে। বায়ুসেনা সূত্রে খবর, নামার পর রানওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে বিমানটি একটি দেওয়ালে ধাক্কা মারে, পরে তাতে আগুন ধরে যায়। বিমানটিতে যান্ত্রিক গোলযোগ ধরা পড়ে। এরপরই বিমানটিকে পায়াম ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে অবতরণ করানোর কথা ছিল। কিন্তু তা সম্ভব না হওয়ায় ফাথ বিমানবন্দরে সেটি নামানোর ব্যবস্থা করা হয়। বিমানবন্দরের রানওয়ে তুলনামলক ভাবে অনেক ছোট। বিমানটির একটি অংশ ভেঙে জনবসতিপূর্ণ এলাকাতে গিয়ে পড়ে। আগুনও ছড়িয়ে যায় চারদিকে। বিমানের ভিতর ১৬ জন বিমানকর্মী ছিলেন। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁকে হাসপাতালে ভরতি করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2HdM8kv

January 15, 2019 at 02:31PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top