বামনগোলার জনসভায় শুভেন্দু অধিকারী

বামনগোলা, ১১ জানুয়ারিঃ আগামী ১৯ জানুয়ারির ব্রিগেড সমাবেশকে সফল করতে শুক্রবার বামনগোলার পাকুয়াহাটে একটি জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় বক্তব্য রাখেন তৃণমূল নেতা তথা রাজ্যের পরিবহণ ও পরিবেশ দপ্তরের মন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ‘উত্তরপ্রদেশ, ত্রিপুরায় বিজেপি জিতেছে৷ রান্নার গ্যাস সহ সমস্ত জিনিসের দাম বেড়েছে৷ রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়ে বিজেপি হেরেছে৷ রান্নার গ্যাস, পেট্রোল-ডিজেল সহ সব জিনিসের দাম কমেছে৷ জিএসটির হারও কমে গিয়েছে৷ তাই আগামী লোকসভা নির্বাচনে গোটা দেশে বিজেপিকে হারাতে হবে৷ তাহলে জিনিসপত্রের দাম হুহু করে কমে যাবে৷’

এদিন সভায় শাসকদলে যোগ দেন মালতিপুরের প্রাক্তন আরএসপি বিধায়ক আবদুর রহিম বকশি, চাঁচল ১ পঞ্চায়েত সমিতির কংগ্রেসের পূর্ত কর্মাধ্যক্ষ হাসান আলি, পঞ্চায়েত সমিতির সদস্য শুক্লা থোকদার, রেজাউল হোসেন, রতুয়ার প্রাক্তন ব্লক কংগ্রেস সভাপতি প্রদীপ সিংহ সহ বাম ও কংগ্রেসের আরও অনেকে৷ এদিন শুভেন্দু অধিকারী ছাড়াও সভায় অংশ নিয়েছিলেন দলের জেলা সভাপতি মোয়াজ্জেম হোসেন, যুব সভাপতি অম্লান ভাদুড়ি, বামনগোলার পর্যবেক্ষক সুমলা আগরওয়ালা। আইএনটিটিইউসির জেলা সভাপতি মানব বন্দোপাধ্যায়, ডিপিএসসি সভাপতি আশিস কুন্ডু, দলের সংখ্যালঘু সেলের জেলা সভাপতি মুশারফ হোসেন, জেলাপরিষদের সভাধিপতি গৌরচন্দ্র মন্ডল, সহকারী সভাধিপতি চন্দনা সরকার, আদিবাসী তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি চুনিয়া মুর্মু, বামনগোলা ব্লক তৃণমূল সভাপতি অমল কিস্কু, হবিবপুরের ব্লক নেতৃত্ব প্রভাস চৌধুরি, উজ্জ্বল মিশ্র সহ অনেকে। ছিলেন রতুয়ার বিধায়ক সমর মুখার্জি, মোথাবাড়ির সাবিনা ইয়াসমিন, গাজোলের দীপালি বিশ্বাস। সভায় উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরি ও সাবিত্রী মিত্রও।

সংবাদদাতাঃ স্বপনকুমার চক্রবর্তী



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2ChlBx1

January 11, 2019 at 07:51PM
11 Jan 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top