কৃষি প্রশিক্ষণ শিবির

চালসা, ১১ জানুয়ারিঃ কৃষকদের স্বনির্ভর করার লক্ষ্যে শুক্রবার মেটেলি ব্লকের বিধাননগর গ্রাম পঞ্চায়েতের মাথাচুলকা ও বর্মাবাড়িতে কৃষি প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হল। জেলা জলসম্পদ ও অনুসন্ধান দপ্তরের পশ্চিমবঙ্গ ক্ষুদ্র সেচের ত্বরান্বিত উন্নয় প্রকল্পের মাধ্যমে বিভিন্ন জল সরবরাহকারি গোষ্ঠীর সদস্য ও সদস্যাদের নিয়ে ওই প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়। যাবতীয় বিষয়ে প্রশিক্ষণ দেন এসও চন্দ্রিমা চক্রবর্তী, মৎস বিশেষজ্ঞ বিশ্বজিৎ মুলা, এফএ হিমাদ্রি হাওয়ালদার, সিএসপি মাসিদুল ইসলাম সহ আরও অনেকে।

সংবাদদাতাঃ রহিদুল ইসলাম



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2Fpc4bg

January 11, 2019 at 10:04PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top