কলকাতা, ২৪ জানুয়ারি- প্রদেশ কংগ্রেস যখন রাজ্যে একা লড়ার চিন্তা শুরু করেছে, ঘুঁটি সাজাচ্ছে রাজ্যে ফেল সুদিন ফেরানোর, সেই পরিকল্পনার অঙ্গ হিসেবে রাজ্যে ঝড় তুলতে আসছেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি রাহুল গান্ধী। প্রদেশের কংগ্রেসকে তালিকা স্থির করার নির্দেশ দিয়েছেন তিনি। রাহুল গান্ধী অন্তত ১৫টি সভা করতে পারেন রাজ্যে। ২৫ জানুয়ারি বিধানভবনে বসছে কংগ্রেসের প্রদেশের কমিটির বৈঠক। সেখানেই চূড়ান্ত হবে রাহুল গান্ধী কোন কোন জেলায়া ১৫টি সভা করবেন। প্রদেশ কংগ্রেসের পর্যবেক্ষক গৌরব গগৈয়ের নেতৃত্বে এই সভা হবে। সেখানে আলোচনা হরবে রাহুল গান্ধীর সভাস্থল নিয়ে। প্রাথমিকভাবে স্থির হয়েছে, কংগ্রেস সভাপতি মুর্শিদাবাদ, মালদহে দুটি করে সভা করবেন। আর দুই ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, শিলিগুড়ি, বর্ধমান, কোচবিহারে একটি করে জনসভা করতে পারেন রাহুল গান্ধী। বাকি তিনটি সভাস্থল নিয়ে আলোচনা হবে বৈঠকে। ১৫টি সভার তালিকা করে পাঠানো হচ্ছে রাহুল গান্ধীর কাছে। রাজ্যে ভাঙা সংগঠন, তাতেও মুষড়ে না পড়ে একা লড়ার হুঙ্কার ছেড়েছে কংগ্রেসের প্রদেশ নেতৃত্ব। তৃণমূলকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব রাহুল গান্ধীকে এনে প্রচারে ঝড় তোলার পরিকল্পনা । রাজ্যের ৪২টি আসনেই এককভাবে লড়াইয়ের ঘুঁটি সাজাতে শুরু করে দিয়েছেন সোমেন-অধীররা। তাঁরা আবার পাশে পেয়ে গিয়েছেন কেন্দ্রীয় পর্যবেক্ষক গৌরব গগৈকেও। রাহুল গান্ধীর নেতৃত্বকে মজবুত করতেই তাঁরা এবার বাংলায় প্রচারে ঝড় তুলতে চাইছেন। প্রদেশের কংগ্রেসের বিশ্বাস শীঘ্রই সুদিন ফিরবে। আর/০৮:১৪/২৪ জানুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2RaIvLR
January 24, 2019 at 05:27PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top