শিলিগুড়ি, ২ জানুয়ারিঃ এখনও খোঁজ মেলেনি শচীনের। গতকাল বেঙ্গল সাফারি থেকে ১২ ফুট উঁচু এনক্লোজার টপকে পালিয়ে গিয়েছিল শচীন নামে ওই লেপার্ডটি। যার খোঁজ পেতে নাকানিচোবানি খেতে হচ্ছে বনকর্মীদের। মঙ্গলবার সারাদিন খোঁজ মেলেনি সার। বিভিন্ন জায়গায় ১০টি কাঁচা পাতা হয়েছে। রাতভর তল্লাশি চালানোর পর আজ সকাল থেকে ফের নতুন দল তল্লাশি চালাচ্ছে বনদপ্তর। শচীনের খোঁজে জলদাপাড়া থেকে আরও দুটি কুনকী হাতি আনা হচ্ছে বলে জানা গিয়েছে। বেঙ্গল সাফারি কর্তাদের দাবি, এখনও সে হার্বিভোরাস এনক্লোজারেই রয়েছে। যদিও আরেকটি সূত্রের দাবি, সেখান থেকে সে কোনোভাবে বেরিয়ে গিয়েছে।
লেপার্ডটি ধরা না পড়া পর্যন্ত কার সাফারিই চলবে বলে জানানো হয়েছে সাফারি কর্তৃপক্ষের তরফে।
তথ্যঃ রাহুল মজুমদার
ছবিঃ সূত্রধর
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2F2UHg5
January 02, 2019 at 01:42PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন