কলকাতা, ১৮ জানুয়ারিঃ ১৯জানুয়ারি ব্রিগেড সমাবেশকে ঘিরে ব্যাপক পুলিশি ব্যবস্থা লালবাজারে। জানা গিয়েছে, দেশের প্রায় সব রাজ্য থেকে আসছেন হেভিওয়েট নেতারা। এতো বড়ো সমাবেশকে সফল করা পুলিশের কাছে একটি বড়ো চ্যালেঞ্জ।
লালবাজার সূত্রে খবর, শনিবার প্রায় ১০ হাজার অতিরিক্ত পুলিশ নামানো হচ্ছে। শহরের বিভিন্ন জায়গায় থাকবে ২০০টি পুলিশ পিকেট। দশটি কুইক রেসপন্স টিম কাজ করবে ব্রিগেডের মাঠ এবং সংলগ্ন এলাকায়। ১৫টি ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ থাকবে বিভিন্ন প্রান্তে। ড্রোন ক্যামেরায় চালানো হবে নজরদারি। ব্রিগেডে পেছনের দিকে রাখা হচ্ছে এলইডি স্ক্রিনের ব্যবস্থা। কলকাতার ১৫টি জায়গায় রাখা থাকবে অ্যাম্বুলেন্স। সভাস্থানে স্ট্র্যাচার সহ সক্রিয় থাকবে সিভিক পুলিশরা। ২০০টি জলের গাড়ি সভাস্থানের আশেপাশে রাখার ব্যবস্থা করা হয়েছে। সভাস্থানে থাকবে ১৫টি ওয়াচ টাওয়ার। কলকাতার সব ডেপুটি কমিশনার সেদিন কর্তব্যরত থাকবেন বলে জানা গিয়েছে। আপৎকালীন পরিস্থিতির জন্য তৈরি রাখা হচ্ছে হেলিকপ্টারও।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2HiglPx
January 18, 2019 at 12:46PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন