লখনউ, ১২ জানুয়ারিঃ ২০১৯ সালে লোকসভা নির্বাচনে একসঙ্গে লড়বেন অখিলেশ যাদব ও মায়াবতী। শনিবার লখনউতে এক সাংবাদিক বৈঠকে একথা ঘোষণা করেন তাঁরা। কংগ্রেসকে বাদ দিয়েই তাঁরা এই জোট গড়ার কথা ঘোষণা করেন। ৩৮টি করে আসনে প্রার্থী দেবে দুটি দলই। তবে আমেঠি, রায়বেরেলি কেন্দ্রদুটিকে কংগ্রেসের জন্য ছেড়ে রেখেছে। এদিকে এই ব্যাপারে নিজেদের অবস্থান আগেই স্পষ্ট করেছিল কংগ্রেস। উত্তরপ্রদেশে যে তারা একা লড়াই করতে প্রস্তুত সেটিও আগেভাগেই পরিষ্কার করে দেওয়া হয়েছিল।
এদিন বৈঠকে মায়াবতী জানান, কংগ্রেসের আমলে বেশি দুর্নীতি হয়েছে। ঠিক সেই কারণেই তাঁরা কংগ্রেসের সঙ্গে হাত মেলাননি। তবে তাদের জন্যে আমেঠি ও রায়বেরেলিতে আসন ছাড়া হচ্ছে। মায়াবতী বলেন, ‘লোকসভা ও বিধানসভা নির্বাচনে বিজেপি বেইমানি করে সরকার গঠন করেছে। এবার আমাদের দায়িত্ব ওদের আটকানো। ইতিমধ্যেই আমরা উপনির্বাচনে জোট বেঁধে বিজেপিকে হারিয়েছি।’
অখিলেশ বলেন, ‘বিজেপির অত্যাচার থেকে মানুষকে মুক্তি দিতেই এই জোট। উত্তরপ্রদেশ থেকে মুছে যাবে বিজেপি। নরেন্দ্র মোদি সরকারের বিভাজন নীতি ২০১৯ সালের নির্বাচনে কাজ করবে না।’
অখিলেশ যাদব ও মায়াবতীর এই জোটকে অভিনন্দন জানিয়ে টুইট করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2QFC6Z6
January 12, 2019 at 02:28PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন