ঢাকা, ২৪ জানুয়ারি- বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পরিচিত মুখ ক্রিস গেইল। টি-টোয়েন্টির ফেরিওয়ালা হিসেবে খ্যাত এই তারকা চলতি আসরে ছয়টি ম্যাচ খেলেছেন রংপুর রাইডার্সের হয়ে। গেল আসরের ফাইনালে গেইলের ব্যাটিং তাণ্ডবেই শিরোপার স্বপ্ন মলিন হয় ঢাকা ডায়নামাইটসের। ষষ্ঠ আসরের প্রথম পাঁচ ম্যাচে রান না পেলেও নিজেদের সব শেষ ম্যাচে ঠিকই জ্বলে উঠেছেন মিস্টার ইউনিভার্সেল। খুলনা টাইটানসের বিপক্ষে ৪০ বলে ৫৫ রানের ইনিংস খেলেছেন গেইল। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে গত মঙ্গলবার ওই ইনিংসটি সাজিয়েছেন পাঁচটি ছক্কা ও দুটি চার দিয়ে। শেষ পর্যন্ত ম্যাচটি ছয় উইকেটে জিতে নেয় রাইডার্সরা। এই ম্যাচটিতে সবার অজান্তেই একটি বিশাল মাইলফলক ছুঁয়েছেন গেইল। ৩৮ বছর বয়সী এই ওপেনার প্রথম ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ৯০০টি ছক্কা হাঁকানোর রেকর্ড গেছেন। এই তালিকায় অবশ্যও ওয়েস্ট ইন্ডিজের বাম-হাতি ব্যাটসম্যানের ধারে কাছেও নেই কেউ। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন স্বদেশী কাইরন পোলার্ড। ডান-হাতি এই পেস অলরাউন্ডার মেরেছেন মোট ৫৫৭টি ছক্কা। অর্থাৎ গেইলের এই রেকর্ড ছুঁতে পাড়ি দিতে অনেক কঠিন পথ। এমএ/ ০৪:৪৪/ ২৪ জানুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2Re6cmR
January 24, 2019 at 10:55PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top