ঢাকা, ০৫ জানুয়ারি- বাংলাদেশ দলের হয়ে একটি মাত্র টেস্ট খেলার সুযোগ পেয়েছেন খালেদ আহমেদ। জাতীয় দলের এই পেসার চলতি বিপিএলে খেলছেন মুশফিকুর রহিমের নেতৃত্বাধীন চিটাগাং ভাইকিংসের বিপক্ষে। শনিবার শুরু হয় বিপিএলের ষষ্ঠ আসর। এদিন মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আসরের উদ্বোধনী ম্যাচে খেলতে নামে মাশরাফি বিন মুতজার রংপুর রাইডার্স এবং চিটাগাং ভাইকিংস। খালেদ আহমেদ খেলেন চিটাগাং ভাইকিংসের হয়ে। ২৬ বছর বয়সী এই পেস বোলার শনিবার রংপুরের বিপক্ষে যখন বোলিংয়ে আসেন তখন টিভির স্ক্রিনে স্পষ্ট ফুটে ওঠে খালেদ আহমেদ বয়স ১১৯ বছর। টিভি স্ক্রিনের এই ভুল নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় বয়ে যায়। আন্তর্জাতিক মানের একটি টুর্নামেন্টে এত বড় ভুল সত্যিই হতাশাজনক। এদিন বল হাতে সুবিধা করতে পারেননি খালেদ। ৪ ওভারে ১৫ রানের খরচায় ১ উইকেট শিকার করেন সিলেটের এই পেস বোলার। ম্যাচ ফিক্সিংয়ের কারণে পাঁচ বছর নিষিদ্ধ থাকার পর চলতি বিপিএলে খেলার সুযোগ পান মোহাম্মদ আশরাফুল। জাতীয় দলের সাবেক এই অধিনায়কের ফেরার ম্যাচে ৩ উইকেটে জয় পায় চিটাগাং ভাইকিংস। সংক্ষিপ্ত স্কোর রংপুর রাইডার্স: ২০ ওভার ৯৮/১০ (রবি বোপারা ৪৪, সোহাগ গাজী ২১; ফ্রাঙ্কলিংক ৪/১৪)। চিটাগাং ভাইকিংস: ১৯.১/১০১ (শেহজাদ ২৭, মুশফিক ২৫)। ফল: চিটাগাং ভাইকিংস ৩ উইকেটে জয়ী। ম্যাচসেরা: রবি ফ্রাঙ্কলিঙ্ক। এমএ/ ১১:০০/ ০৫ জানুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2LUnKDh
January 06, 2019 at 05:17AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top