ধূপগুড়ি, ৬ জানুয়ারিঃ ধূপগুড়ির কালীরহাট দেওয়ানচন্দ্র হাইস্কুলের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান নিয়ে সঙ্গীত শিল্পী সোমলতা আচার্যের ফেসবুকে লাইভ করে অভিযোগ করার ঘটনার প্রতিবাদে পথে নামলেন ওই স্কুলের পড়ুয়ারা। রবিবার ধূপগুড়ি ব্লকের কালীরহাট হাইস্কুলের পড়ুয়ারা প্রায় পাঁচ কিলোমিটার পথ হেটে এসে বিক্ষোভ মিছিলে হাঁটলেন। তাদের দাবি, সঙ্গীত শিল্পী সোমলতা আচার্য মিথ্যা বলছেন। শুধুমাত্র মাইক ম্যানকে সাউন্ড বাড়াতে বলেছিলেন ওই স্কুলের শিক্ষক অর্নব সাহা। তার বাইরে আর কিছুই ঘটেনি। কিন্তু সঙ্গীত শিল্পী লাইভ করে শিক্ষক ও ধূপগুড়িকে অপমানিত করেছেন।
সোমলতা অভিযোগ করেছিলেন, তিনি যখন মঞ্চে ছিলেন তখন অভিযুক্ত শিক্ষক অর্ণব মঞ্চে উঠে সোমলতার সঙ্গে দুর্ব্যবহার করেছেন। মঞ্চে উঠে দর্শকদের উসকানি দিচ্ছিলেন। সোমলতার টিমকে আটকে রাখার চেষ্টা করছিলেন।
তবে অভিযোগ অস্বীকার করেছেন অর্ণব। তিনি বলেন, অনুষ্ঠানে সাউন্ড সিস্টেম ভালো ছিল না। তাই সোমলতার ব্যান্ডের সদস্যদের কথা মত নির্দিষ্ট একটি সংস্থার সাউন্ড সিস্টেম ব্যবহার করা হয়। কিন্তু অনুষ্ঠান শুরু হওয়ার পর দূরের শ্রোতারা কিছু শুনতে পারছিলেন না বলে সেকথা জানাতে তিনি মঞ্চে উঠেছিলেন।
সংবাদদাতাঃ শুভাশিস বসাক
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2F8O6AZ
January 06, 2019 at 02:19PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন