কালনা, ১০ জানুয়ারিঃ মিড ডে মিল খেয়ে অসুস্থ হয়ে পড়ল ২৪ জন ছাত্রছাত্রী। ঘটনাটি ঘটেছে কালনার বাঘনাপাড়া প্রাথমিক বিদ্যালয়ে। অসুস্থ ছাত্রছাত্রীরা বর্তমানে কালনা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।
অভিযোগ, মঙ্গলবার ওই ছাত্রছাত্রীরা বিদ্যালয়ের মিড ডে মিলের খাবার খাওয়ার পরের দিন সকাল থেকে অসুস্থ হয়ে পড়ে। প্রথমে জ্বর তারপর বমি ও পায়খানা সহ অন্যান্য উপসর্গ দেখা দেয়। এরপরই অভিভাবকরা তাদের কালনা মহকুমা হাসপাতালে ভরতি করেন। খবর পেয়ে ঘটনাস্থলে যান কালনা পৌরসভার চেয়ারম্যান ও কালনার বিধায়ক বিশ্বজিৎ কুণ্ডু ও মন্ত্রী স্বপন দেবনাথ। হাসপাতাল সূত্রে খবর, খাদ্যে বিষক্রিয়ার ফলেই অসুস্থ হয়ে পড়েছে ছাত্রছাত্রীরা। এবিষয়ে স্বপন দেবনাথ বলেন, ‘বিষয়টি নিয়ে হাসপাতাল সুপার ও জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে কথা হয়েছে।অসুস্থ ছাত্রছাত্রীদের চিকিৎসা চলছে।’
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2TCPpLB
January 10, 2019 at 01:23PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন