ওদলাবাড়ি, ৮ জানুয়ারিঃ তৃণমূল যুব রাজ্য কমিটির সভাপতি অভিষেক ব্যানার্জির জনসভা উপলক্ষে ওদলাবাড়ি জুড়ে লাগানো বেশকিছু ব্যানার ও ফ্লেক্স কাটা নিয়ে ওদলাবাড়ির রাজনৈতিক মহলে শুরু হয়েছে চাপানউতোর। মঙ্গলবার সকালে বিষয়টি নজরে আসতেই তৃণমূলের তরফে বিরোধীদের ওপর অভিযোগের আঙুল তোলা হয়েছে। যদিও বিরোধীদের তরফে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে।
এই বিষয়ে তৃণমূল যুব মাল ব্লক কমিটির সভাপতি স্বপন সরকার বলেন, যুব সংগঠনের উত্থান দেখেই বিরোধী রাজনৈতিক দলগুলি বিশেষ করে বিজেপির তরফে এই ঘৃণ্য কাজ করা হয়েছে। যদিও বিজেপির তরফে এই অভিযোগ অস্বীকার করে বিষয়টিকে উলটে তৃনমূলেরই গোষ্ঠীদ্বন্দ্বের ফল বলে ব্যাখ্যা করা হয়েছে। এদিকে বিজেপির মাল উত্তর মন্ডলের কিষান মোর্চার সভাপতি নিরঞ্জন পাল বলেন, এলাকায় যুব তৃণমূল ও তৃণমূল কংগ্রেসের মূল কমিটির মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বের ফলে নিজেরাই এই কান্ড ঘটিয়ে বিজেপির ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা শুরু হয়েছে। কারণ ব্যানার ও ফ্লেক্সগুলিতে যুব তৃনমূলের জলপাইগুড়ি জেলা কমিটির সভাপতি সৈকত চট্টোপাধ্যায়, প্রাক্তন সভাপতি ইভান দাস, তৃণমূল ছাত্র পরিষদের জলপাইগুড়ি জেলা কমিটির সভাপতি অভিজিৎ সিনহা প্রমুখের নাম ও ছবি কেটে নেওয়া হলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ও অভিষেক বন্দোপাধ্যায়ের ছবিগুলি অক্ষত রাখা হয়েছে। এই বিষয়ে তৃণমূলের মাল গ্রামীন ব্লক কমিটির সভাপতি তমাল ঘোষ বলেন, দলীয় স্তরেও ঘটনাটির তদন্ত শুরু করা হয়েছে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2FirwVD
January 08, 2019 at 05:34PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন