কলকাতা, ২৮ জানুয়ারি- এই প্রথম কংগ্রেসের কোনও সাংসদ তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন৷ মালদহ উত্তরের কংগ্রেস সাংসদ মৌসম বেনজির নূর এই বেনজির কাণ্ডটি ঘটিয়েছেন৷ সোমবার মৌসম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এসে দেখা করেন৷ তাঁর সঙ্গে ছিলেন রাজ্যের পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারি৷ মুখ্যমন্ত্রী এদিনই জানিয়ে দিয়েছেন, মালদা উত্তরের বর্তমান জয়ী সাংসদ হলেন মৌসম৷ তিনি মালদহ উত্তর থেকেই তৃণমূল কংগ্রেসের হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন৷ মৌসম বেনজির নূর ২০০৯ সালে সুজাপুর বিধানসভা কেন্দ্র থেকে জিতে রাজনীতিতে প্রবেশ করেন৷ মা রুবির নূরের বিধানসভা কেন্দ্র সুজাপুরকেই রাজনীতির ময়দানে প্রবেশ করার পথ হিসেবে বেছে নেন৷ পেশায় আইনজীবী এই নেত্রী রাহুল গান্ধীর আদর্শে রাজনীতি করতেন৷ প্রবাদপ্রতিম কং-নেতা, প্রাক্তন রেলমন্ত্রী এবিএ গনিখান চৌধুরির ভাইজি এই মৌসম৷ মৌসমের আগে আবু নাসের খান চৌধুরি তাঁর পরিবার থেকে তৃণমূলে দিয়েছিলেন৷ বাংলায় ক্রমশই বেড়ে চলা বিজেপিকে ঠেকাতে তৃণমূল কংগ্রেসের সঙ্গে কংগ্রেসের জোট হওয়া জরুরি এই মত প্রকাশ এনেক আগেই করেছিলেন মৌসম বেনজির নূর৷ সেক্ষেত্রে, প্রদেশ কংগ্রেসের অন্দরেই জোর কথাবার্তা চলছিল মৌসম কী তৃণমূলের পথে? নিজের বক্তব্যেও মৌসম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করেছেন তা সাম্প্রতিক কালে শোনা যায়নি৷ যা মৌসমের তৃণমূলে যোগদানের সম্ভাবনা উজ্জ্বল করছিল৷ প্রসঙ্গত, ২০১৪ সালের পর থেকেই বিজেপি বাংলায় শক্তি বাড়াচ্ছে৷ আসন আশানুরূপভাবে না বাড়লেও ভোট শতাংশ চিন্তা বাড়াচ্ছে অন্য দলগুলির৷ এই পরিস্থিতিতে বাংলায় কংগ্রেসের কাদের সঙ্গে জোট করা উচিত, তা নিয়ে গত কয়েকমাসে বিভিন্ন মহলে বিস্তর আলোচনা হয়েছে৷ কেউ কেউ কংগ্রেস ও সিপিএমের সঙ্গে জোটের পক্ষে সওয়াল করেছেন৷ কারও কারও আবার বক্তব্য কংগ্রেস ও তৃণমূলের জোট হলে বিজেপিকে লোকসভা ভোটে রুখে দেওয়া অনেক সহজ হবে৷ সোমবার প্রদেশ কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য বলেন, ও (মৌসম নূর) যাবে একথা আমরা শুনছিলাম৷ কিন্তু আমরা যখন জানতে চেয়েছিলাম তখন ও অস্বীকার করেছিল৷ এটা করার কোনও মানে ছিল না৷ ও সত্যি কথা বলতেই পারতো৷ মিটিংয়ে ভুল কথা বলেছে৷ আবেগের সিন্ধান্ত৷ পূর্ণবিবেচনা করতে বলব৷ তবে একজন কেউ কংগ্রেস হেরে গেলে কিছু যায় আসে না৷এদিন নবান্নে মমতার পাশে দাঁড়িয়ে মৌসম বলেন, ১৯ জানুয়ারির ব্রিগেডে মুখ্যমন্ত্রী সারা ভারতকেই বিজেপি বিরোধী ঐক্যের বার্তা দিয়েছেন৷ তাঁর নেতৃত্বেই কাজ করব৷ বিজেপিকে জমি ছাড়ব না৷ এমএ/ ০৯:০০/ ২৮ জানুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2RhOCyd
January 29, 2019 at 04:03AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top