নয়াদিল্লি, ৫ জানুয়ারিঃ যৌন হেনস্তার অভিযোগ ওঠার প্রায় একমাস পর পদত্যাগ করলেন সোদ্বি ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর গৌরব ভাটিয়া। শনিবার বিবৃতি দিয়ে এখবর জানিয়েছে নিলাম সংস্থা। সোদ্বি-র ভারতীয় শাখা ‘বাউন্ডলেস ইন্ডিয়া’-র দক্ষিণ এশিয়া অপারেশন্সের প্রধান ছিলেন গৌরব। যৌন হেনস্তার অভিযোগ ওঠায় গত ২০ ডিসেম্বর তিনি পদত্যাগপত্র জমা দেন সোদ্বি-র ভারতীয় শাখা কর্তৃপক্ষকে। কিন্তু সেই সময় পদত্যাগপত্র গ্রহণ না করে তাঁকে অনির্দিষ্টকালীন ছুটিতে পাঠানো হয়েছিল।
গৌরব নিজে পদত্যাগের কারণ হিসেবে জানিয়েছেন, তিনি এবার অন্য নিলাম সংস্থায় যোগ দিচ্ছেন। সোদ্বি-তে গত দু’বছর কাজ করে অনেক ভালো অভিজ্ঞতা হয়েছে এবং সেজন্য সহকর্মী এবং কর্তৃপক্ষকে ধন্যবাদ দিয়েছেন গৌরব। গৌরবের বিরুদ্ধে একাধিক মহিলা সহকর্মী অভিযোগ করেছিলেন, যে তাঁদের তিনি আপত্তিকরভাবে ছুঁয়েছিলেন এবং জোর করে চুম্বন করতে চেয়েছিলেন। মাস কয়েক আগে মি টু অভিযোগে যে সব বিশিষ্ট ব্যক্তিদের নাম জড়িয়েছিল, তাঁদের মধ্যে গৌরব ভাটিয়া অন্যতম।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2QpIjrY
January 05, 2019 at 10:57PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন