হেলাপাকড়ি, ৩০জানুয়ারিঃ পদমতি-২ নম্বর গ্রামপঞ্চায়েতের নবনির্মিত মার্কেট কমপ্লেক্সের নিলাম হল বুধবার। এদিন বিকেলে গ্রামপঞ্চায়েত কার্যালয় প্রাঙ্গনে লটারির মাধ্যমে এই নিলাম হয়। জলপাইগুড়ির সেবাগ্রাম ওয়েলফেয়ার অর্গানাইজেশন নামক একটি স্বেচ্ছাসেবী সংস্থা তৃতীয় পক্ষ হিসেবে লটারি পরিচালনা করে। উপস্থিত ছিলেন ময়নাগুড়ির যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক অনিরুদ্ধ লাহিড়ি ও সৌমিক নাগ, বিআইও অরূপ পাল, প্রধান লিপিকা রায় সহ আরও অনেকে। গ্রামপঞ্চায়েত সূত্রে জানা গিয়েছে, মোট ৮টি বাণিজ্যিক স্টলের জন্য এলাকার মোট ৫০জন ব্যবসায়ী লটারিতে অংশগ্রহণ করেন।
সংবাদদাতাঃ উৎপল সেন
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2G29Pev
January 30, 2019 at 06:31PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.