আদিবাসী সমন্বয় কমিটির বিক্ষোভ সমাবেশ

বালুরঘাট, ১০ জানুয়ারিঃ বিভিন্ন দাবিতে বালুরঘাটে জেলা শাসকের দপ্তরের সামনে বৃহস্পতিবার বিক্ষোভ সমাবেশ করল আদিবাসী সমন্বয় কমিটি। মিছিল শেষ হলে জেলা প্রশাসনিক কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ হয় এবং বিকেলে জেলা শাসককে ডেপুটেশন দেন দক্ষিণ দিনাজপুর জেলা সমন্বয় কমিটির নেতৃত্ব। সংগঠনের অভিযোগ, দক্ষিণ দিনাজপুর জেলার বেশকিছু ব্লক আদিবাসী অধ্যুষিত হলেও বিভিন্নভাবে আদিবাসীদের বঞ্চিত করা হচ্ছে। জেলার কোনও কোনও জায়গায় ভুয়ো শংসাপত্র বানিয়ে অনেকে সরকারি চাকরি করছেন। আবার সরকারি আধিকারিকদের যোগসাজশে আদিবাসীদের জমি কারসাজি করে বিক্রি করে দেওয়া হচ্ছে। জেলা জুড়ে আদিবাসীদের উপর অত্যাচার চলছে বলে অভিযোগ। এইবিষয়ে দক্ষিণ দিনাজপুর জেলা সমন্বয় কমিটির সম্পাদক মদন মুর্মু জানান, যাঁরা আদিবাসী নন তাঁরা ভুয়ো শংসাপত্র বের করে আদিবাসীদের সংরক্ষিত আসনে চাকরি করছেন। তাঁদের নিয়োগ বাতিল করা সহ আদিবাসীদের উন্নয়নের জন্যই এই বিক্ষোভ ও গণ ডেপুটেশন। জেলা শাসক দাবিগুলি গুরুত্ব সহকারে শুনেছেন এবং দ্রুত পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন। দাবি না মানা হলে আগামী দিনে আরও বড় আন্দোলনে নামবেন বলেও এদিন সাফ জানিয়েছেন মদন বাবু।

 

এদিকে, দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চলা এদিনের বিক্ষোভ সমাবেশের জেরে অবরুদ্ধ হয়ে পড়ে অফিস পাড়া। সৃষ্টি হয় যানযটের। এদিন কয়েক হাজার আদিবাসী সম্প্রদায়ের মিছিল বালুরঘাট শহর পরিক্রমা করে বলে জানা গিয়েছে।

তথ্যঃ সুবীর মহন্ত

ছবিঃ মাজিদুর সরদার



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2QG2Ngk

January 10, 2019 at 09:14PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top