কলকাতা, ৭ জানুয়ারিঃ মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্য পরিবহণ দপ্তর গতিধারা প্রকল্পের মাধ্যমে চালু হতে চলেছে ‘পিঙ্ক ট্যাক্সি’। মহিলা যাত্রীদের সুরক্ষার কথা ভেবেই কলকাতায় এবার চালু হচ্ছে এই বিশেষ ট্যাক্সি। কেবলমাত্র মহিলাদের জন্য এবং মহিলাদের দ্বারা পরিচালিত এই ট্যাক্সিতে অবশ্য উঠতে পারবেন বয়স্ক ব্যক্তিরা। কিন্তু এছাড়া আর কোনও পুরুষ যাত্রিকে গাড়িতে তোলা হবে কিনা তা ঠিক করবেন মহিলা চালকরাই।
চলতি আর্থিক বছরে অন্তত ৫০টি পিঙ্ক ট্যাক্সি পরীক্ষামূলকভাবে চালু করার কথা রয়েছে। গতিধারা প্রকল্পে পিঙ্ক ট্যাক্সি কেনার জন্য আবেদনকারী মহিলার বয়স হতে হবে ২০ থেকে ৪৫ বছর। তপশিলি জাতি-উপজাতিদের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমায় পাঁচ বছর অতিরিক্ত ছাড় থাকবে। আবেদনকারীর পারিবারিক বার্ষিক আয় ২৫ হাজার টাকা হতে হবে। আবেদনকারীর নাম এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে নথিভুক্ত থাকতে হবে। এই ট্যাক্সি কেনার জন্য গতিধারা প্রকল্পর নিয়ম মেনেই এক লক্ষ টাকা ভরতুকি দেবে রাজ্য সরকার। গাড়ির রং হবে গোলাপি। পিঙ্ক ট্যাক্সি নিয়ে অ্যাপ ক্যাবও চালাতে পারবেন মহিলারা। এই ট্যাক্সি চালু হলে মহিলাদের সঙ্গে ঘটা হেনস্থার প্রবনতা কিছুটা হলেও কম হবে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি মহিলাদের স্বনির্ভর করে তোলার জন্যেও এটি একটি ফলদায়ী উদ্যোগ হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিভিন্ন ট্যাক্সি অ্যাসোসিয়েশন-এর পক্ষ থেকেও সাধুবাদ জানানো হয়েছে এই উদ্যোগকে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2H0luM1
January 09, 2019 at 03:38PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন