অবৈধভাবে জল সংগ্রহ এবং জমি দখলের অভিযোগে পথ অবরোধ

মেটেলি, ১৮ জানুয়ারিঃ অবৈধভাবে জল সংগ্রহ ও রাস্তার পাশে জমি দখল করে বেড়া দেওয়ার অভিযোগে রাজ্য সড়ক অবরোধ করলেন স্থানীয়রা। শুক্রবার সকালে ঘটনাটি ঘটে মেটেলি বাজারের হাসপাতাল পাড়া এলাকায়।

জানা গিয়েছে, হাসপাতাল পাড়ার এক বাসিন্দা দীর্ঘদিন ধরেই এলাকার একমাত্র ট্যাপ কল থেকে অবৈধভাবে জল নিচ্ছিলেন। ফলে এলাকার স্থানীয়রা জল পাচ্ছিলেন না। এদিন সকালে স্থানীয়রা দেখেন ওই ব্যক্তি অবৈধভাবে মাটির নিচ থেকে পাইপ লাগিয়ে জল নিয়ে যাচ্ছেন। বিষয়টি চাউর হতেই স্থানীয়রা প্রায় এক ঘন্টা রাজ্য সড়ক অবরোধ করেন। এমনকি রাস্তার ধারে লাগানো টিনের বেড়াও ভেঙে দেওয়া হয়। স্থানীয়রা জানান, ওই ব্যক্তি ট্যাপ কল থেকে অবৈধভাবে পাইপ লাগিয়ে জল নিয়ে যাওয়ার ফলে এলাকার প্রায় শতাধিক পরিবার ১৫ দিন ধরে জল পাচ্ছেন না। পরে পুলিশ এসে প্ৰয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিলে স্থানীয়রা অবরোধ তুলে নেন। এলাকার ইনডং মাটিয়ালি গ্রাম পঞ্চায়েত উপপ্রধান সিনু মুন্ডা বলেন, বিষয়টি শুনেছি। কোনো লিখিত অভিযোগ পাইনি। বিষয়টি খতিয়ে দেখে প্ৰয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদদাতাঃ রহিদুল ইসলাম



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2HjCwVy

January 18, 2019 at 04:22PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top