নয়াদিল্লি, ৪ জানুয়ারিঃ পদত্যাগ করলেন প্রবীণ কংগ্রেস নেতা তথা দিল্লি কংগ্রেসের প্রধান অজয় মাকেন। বৃহস্পতিবার পদত্যাগের সময়ে তিনি জানান, শারীরিক কারণেই এই সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর ইস্তফা গ্রহণ করেছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি।
পর পর তিন বার সরকার চালানোর পর বছর চারেক আগে দিল্লিতে ক্ষমতাচ্যুত হয় কংগ্রেস। সেই তখন প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্ব নেন মাকেন।
শুক্রবার সকালে অজয় মাকেন ট্যুইট করে জানিয়েছেন, ‘২০১৫ সালের বিধানসভা নির্বাচনের পরেও দিল্লির কংগ্রেস প্রধান হিসেবে আমি দলীয় কর্মী, মিডিয়া এবং রাহুল গান্ধিজির থেকে অনেক ভালোবাসা পেয়েছি। সেই কঠিন সময় মোটেই সহজ ছিল না। আমি প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।’
দলীয় সূত্রে খবর, অজয় মাকেনের পদের দায়িত্ব দেওয়া হতে পারে প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতের হাতে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2AvXx9M
January 04, 2019 at 11:55AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন