টেম্বিসা অকমো, ২৯ জানুয়ারি- দক্ষিণ আফ্রিকায় স্থানীয় এক ব্যক্তির গুলিতে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। তিন দিনের মধ্যে এ নিয়ে দেশটিতে দুই বাংলাদেশি খুন হলেন। টেম্বিসা অকমো এলাকায় শুক্রবার অজ্ঞাত হামলাকারীরা সিরাজুল ইসলাম মোল্লাকে (৩০) গুলি করে। রোববার রাতে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সিরাজুল মাদারীপুরের শিবচর উপজেলার সন্ন্যাসীরচর গ্রামের মোল্লা বাড়ির হাজি নুরুদ্দিন মোল্লার ছেলে। রোববার রাতে দক্ষিণ আফ্রিকার জুলু নাটাল প্রভিন্সের পিটা মেরিজবার্গ শহরেও এক বাংলাদেশি ছুরিকাঘাতে নিহত হয়েছেন।ওই ঘটনায় নিহত মোহাম্মদ শাহ্পরাণ (৪২) ফেনী শহরের মধ্যম চাড়িপুর এলাকার ফাতেমা ভুঁইয়া বাড়ির এয়ার আহমদ ভুঁইয়ার ছেলে। সিরাজুলের ভাই মাসুদুর রহমান বলেন, সিরাজুল টেম্বিসা অকমো এলাকায় ব্যবসা করতেন। গত শুক্রবার (২৫ জানুয়ারি) রাতে ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি যাওয়ার সময় পথে একদল যুবক তাদের গাড়ির গতিরোধ করে। এ সময় গাড়ি থেকে নামতে অসম্মতি জানালে হামলাকারীরা তাকে গুলি করে। এতে সিরাজুল ইসলামের পেটে ও পায়ে গুলিবিদ্ধ হয়। দ্রুত লাশ দেশে আনার ব্যবস্থা করতে তিনি সরকারের কাছে দাবি জানান। সন্ন্যাসীররচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আক্তারুজ্জামান বলেন, ঘটনাটি শুনে আমি খুব মর্মাহত হয়েছি। আমিও সরকারের কাছে দাবি জানাই ছেলেটির লাশ যেন দ্রুত দেশে ফিরিয়ে আনে। এমএ/ ০২:৪৪/ ২৯ জানুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2DG1KcR
January 29, 2019 at 08:52AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top