উন্নয়ন এবং শান্তির বার্তা দিয়ে উত্তরবঙ্গ উত্সবের সূচনা করলেন মুখ্যমন্ত্রী

শিলিগুড়ি, ২১ জানুযারিঃ উন্নয়ন এবং শান্তির বার্তা দিয়ে উত্তরবঙ্গ উত্সবের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে উত্তরের নয় কৃতি সন্তানের হাতে বঙ্গরত্ন পুরস্কার তুলে দিলেন মুখ্যমন্ত্রী। উত্সবের উদ্‌বোধনী মঞ্চে এদিন উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ, পর্যটনমন্ত্রী গৌতম দেব, ক্রীড়া এবং যুব কল্যানমন্ত্রী অরূপ বিশ্বাস, বনমন্ত্রী বিনয়কৃষ্ণবর্মন সহ আরও অনেকে। এদিন মুখ্যমন্ত্রীর হাত থেকে বঙ্গরত্ন পুরস্কার গ্রহণ করেন আলিপুরদুয়ারের শিক্ষাবিদ পরিমল দে, কোচবিহারের সাংবাদিক সুশান্ত গুহ, দার্জিলিংয়ের সমাজসেবী অবসরপ্রাপ্ত মেজর কেপি মল্লা, শিলিগুড়ির চিত্রশিল্পী পরিতোষ পাল, উত্তর দিনাজপুরের শিক্ষাবিদ অমিতকুমার সরকার, দক্ষিণ দিনাজপুরের ইতিহাসবিদ সুকুমার সরকার, মালদা থেকে গায়ক সৌমিত্র রায়, জলপাইগুড়ির সমাজসেবী অজিত বর্মন এবং এশিয়ান গেমসে সোনাজয়ী অ্যাথলিট স্বপ্না বর্মনের হয়ে তাঁর মা বাসনা বর্মন পুরস্কার গ্রহণ করেন।

এদিন কার্যত সংক্ষিপ্ত বক্তব্যে উন্নয়ন নিয়ে রাজ্যের অবস্থান এবং ভাবনার কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী। বিভিন্ন ভাষার স্বীকৃতি দেওয়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন, এখানে তৈরি হবে হিন্দি বিশ্ববিদ্যালয়। যার কাজ শুরু হবে কিছুদিনের মধ্যেই। মালদা এবং বালুরঘাটে বিমানবন্দর তৈরির কাজ চলছে জানিয়ে তিনি বলেন, রিজিউনাল কানেক্টিভিটির ওপর জোর দেওয়া হয়েছে। কোথায় কোথায় এয়ারপোর্ট তৈরি করা হচ্ছে, তা কেন্দ্রকে জানিয়ে দেওয়া হয়েছে। উড়ালপুলের কাজ শেষ হলে বাগডোগরা বিমানবন্দর থেকে গজলডোবার ভোরের আলোয় যেতে ৪৫ মিনিট সময় লাগবে। নিজে রেলমন্ত্রী থাকাকালীন উত্তরবঙ্গের উন্নয়নে একাধিক কাজ করেছেন বলেও জানান মুখ্যমন্ত্রী। উন্নয়নের প্রসঙ্গে তিনি বলেন, টাকায় যা কুলোবে, সাধ্যমতো কাজ করব। ২০১৯ আপনাদের জীবনে খুশি নিয়ে আসবে। এদিন নিজের বক্তব্যে পাহাড় প্রসঙ্গ টেনে দার্জিলিং নিয়ে চক্রান্ত করা হয়েছিল বলে নাম না করে বিজেপিকে আক্রমণ করেন তিনি। প্রসঙ্গত, এদিন রাতেই শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ে পৌঁছান মুখ্যমন্ত্রী।

তথ্যঃ সানি সরকার

ছবিঃ সূত্রধর



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2U0iZuO

January 21, 2019 at 10:02PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top