একশো দিনের কাজের দাবিতে বিক্ষোভ মালের বিডিও-র কার্যালয়ে                      

মালবাজার, ১৪ জানুয়ারিঃ আবেদন করলেও জুটছে না একশো দিনের কাজ। এই অভিযোগে সোমবার মালের বিডিও-ওর কার্যালয় ঘেরাও করে তুমুল বিক্ষোভ দেখান ক্ষুব্ধ ডামডিম গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা। স্থানীয়রা বলেন, আমরা একশো দিনের কাজের নতুন আবেদনকারী। আমরা কাজ করতে চাই। অথচ আমাদের কাজ দেওয়া হচ্ছে না। আগে থেকে কাজে যাঁদের নাম নথিভুক্ত কেবল তাঁরাই কাজ করছে। আমরা সংসার চালাতে সমস্যায় পড়ছি। এদিন তৃণমূল-কংগ্রেসের পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েত সদস্যরা বিডিও অফিসে যান। মালের বিডিও বিমান চন্দ্র দাস বাসিন্দাদের দাবি শোনেন। এই বিষয়ে ডামডিম এলাকা থেকে নির্বাচিত মাল পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধক্ষ সুশীল কুমার প্রসাদ বলেন, বাসিন্দাদের দাবি ন্যায্য। প্রশাসনিক মহলে সমস্যা সমাধানের আবেদন করা হচ্ছে।

সংবাদদাতাঃ বিদেশ বসু



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2H8lzNG

January 14, 2019 at 02:07PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top