নয়া আইনে কর্মক্ষেত্রে জেনারেল কর্মপ্রার্থীদের সংরক্ষণ

নয়াদিল্লি, ১৩ জানুয়রিঃ উচ্চবর্ণের আর্থিকভাবে দুর্বলদের জন্য ১০ শতাংশ সংরক্ষণ বিলে সম্মতি দিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এর ফলে বিলটি আইনে পরিণত হল। এর আগে গত মঙ্গলবার উচ্চবর্ণের আর্থিকভাবে দুর্বলদের জন্য ১০ শতাংশ সংরক্ষণ বিল অনুমোদন করে লোকসভা। পরের দিন রাজ্যসভায় বিলটি পাশ হয়। এর ফলে বার্ষিক ৮ লক্ষ টাকার কম আয় বা ৫ এককের কম জমির মালিক হলে এই সংরক্ষণের আওতায় আসবে। ধর্ম নির্বিশেষে সবাই এই সুবিধা পাবেন।

তবে এই বিল পেশ করা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা। সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকনমির পরিসংখ্যানের মতে ২০১৭ সালে জিএসটি প্রযোজ্য হওয়ার পর থেকে ও নোটবন্দির সময় থেকে প্রায় ১.১ কোটি ভারতীয় কাজ হারিয়েছেন যা মোট কর্মসংস্থানের প্রায় ৮৩ শতাংশ। এই আইন প্রণয়নের ফলে সেই চিত্র বদলাবে কিনা তা অবশ্য এখনই স্পষ্ট নয় ।দ্বিতীয়বার ক্ষমতায় ফেরার ক্ষেত্রে বেকারত্বই মোদী সরকারের কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2sooqbh

January 13, 2019 at 01:26PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top