শিলচর, ১২ জানুয়ারিঃ শনিবার সন্ধ্যায় কবি শ্রীজাতর অনুষ্ঠান ঘিরে উত্তেজনা ছড়াল শিলচরে। একটি হিন্দুত্ববাদী সংগঠনের তরফে যে হোটেলে শ্রীজাতর অনুষ্ঠান ছিল সেখানে বিক্ষোভ দেখানো হয। ওই সংগঠনের সদস্যরা বারবার ওই অনুষ্ঠান বন্ধের দাবি জানাতে থাকে। পরিস্থিতি সামলাতে পুলিশ ডাকতে হয়। শ্রীজাতকে শিলচরের পার্ক রোডের ওই হোটেল থেকে সরিয়ে সার্কিট হাউসে নিয়ে যাওয়া হয়। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, রবিবার শ্রীজাতকে পুলিশি প্রহরায় বিমানবন্দরে নিযে যাওয়া হবে।
‘এসো বলি’ নামে একটি সাংস্কৃতিক সংগঠনের অনুষ্ঠান ছিল শিলচরে। সেই উপলক্ষে আমন্ত্রিত ছিলেন কবি শ্রীজাত। সাম্প্রতিককালে বিজেপি সহ বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠনের বিরুদ্ধে সরব হয়েছেন এই কবি। এদিন তা নিয়ে শ্রীজাতকে আপত্তিকর প্রশ্ন করেন স্থানীয় এক বিজেপি নেতা। ওই নেতাকে অনুষ্ঠান ছেড়ে চলে যেতে বলার পরেই হামলা চালায় একটি সংগঠন। অশ্রাব্য ভাষায গালিগালাজ ছাড়াও হোটেলের কাচে ঢিল ছুড়তে থাকে ওই সংগঠনের সদস্যরা। তাদের অভিযোগ, দাঙ্গা বাধাতে তণমূল কংগ্রেস পরিকল্পনা করে শ্রীজাতকে শিলচরে পাঠিয়েছে। ঘটনার পর শ্রীজাত বলেন, ‘এই ঘটনার দায় আমার। কিন্তু শিলচরের মানুষ যেভাবে আমাকে আগলে রাখলেন, সেই ঋণ সঙ্গে নিয়ে কাল ফিরব।’ এসো বলি-র মুখ্য কর্মকর্তা সব্যসাচী রুদ্রগুপ্ত বলেন, সব কিছুর পরও শিলচরের মানুষ যেভাবে শ্রীজাতর পাশে দাঁড়িয়েছে, তাতে শ্রীজাতরই জয় হয়েছে।
তথ্যঃ বিভূতিভূষণ গোস্বামী
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2QJwGMK
January 13, 2019 at 10:10AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন