মুর্শিদাবাদ, ২৮ জানুয়ারিঃ লরি ও গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল ৩ জনের। গুরুতর জখম ৮ জন। রবিবার রাতে দুর্ঘটনাটি ঘটে মুর্শিদাবাদের রেজিনগর থানা এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেলডাঙা থেকে বিয়ের বরযাত্রী নিয়ে রেজিনগরের মঙ্গলপাড়ায় যাচ্ছিল ওই গাড়িটি। সেই সময় রেজিনগর থানার মরাদীঘি মোড়ে ৩৪ নম্বর জাতীয় সড়কে বহরমপুরগামী একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই গাড়ির চালক সহ ২ যাত্রীর। স্থানীয়দের তৎপরতায় আহতদের উদ্ধার করে বেলডাঙা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভরতি করা হয়। পরে তাঁদের অবস্থার অবনতি হওয়ায় স্থানান্তরিত করা হয় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে। দুর্ঘটনার পর ঘাতক লরিটিকে আটক করা হলেও লরির চালক পলাতক। চালকের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। এদিকে দুর্ঘটনার জেরে দীর্ঘক্ষণ যানজটের সৃষ্টি হয় ৩৪ নম্বর জাতীয় সড়কে। পরে পুলিশের হস্তক্ষেপে জাতীয় সড়ক যানজট মুক্ত করা হয়।
সংবাদদাতাঃ মিঠুন হালদার
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2Uo4dyi
January 28, 2019 at 11:35AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন