লাটাগুড়ি, ২৫ জানুয়ারিঃ হাতির হামলায় মৃত্যু হল এক পর্যটকের। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৫টা নাগাদ ঘটনাটি ঘটে মূর্তি থেকে নাগড়াকাটাগামী রাজ্য সড়কে মূর্তি ব্রিজ ও চন্দ্রচুর নজরমিনারে প্রবেশের রাস্তার মাঝে। মৃত ওই পর্যটকের নাম কনক সায়মন(৪৩)। তাঁর বাড়ি বাংলাদেশে।
বৃহস্পতিবার বন্ধুদের নিয়ে ডুয়ার্সে একটি নেচার ক্যাম্পে আসেন কনকবাবু। জানা গিয়েছে, তাঁরা ছিলেন ঝালংয়ের একটি বেসরকারি রিসোর্টে। এদিন বিকেলে কনকবাবু তাঁর বন্ধুরা নিজেদের গাড়ি নিয়ে লাটাগুড়িতে আসেন জঙ্গল সাফারি করতে। ফেরার পথে একটি হাতি দেখতে পেয়ে ছবি তুলতে যাওয়ার সময় হাতির আক্রমণে মৃত্যু হয় কনকবাবুর। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান খুনিয়া রেঞ্জের বনকর্মী ও নগড়াকাটা থানার পুলিশ। ঘটনাকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন বনমন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন এবং পর্যটনমন্ত্রী গৌতম দেব।
সংবাদদাতাঃ শুভদীপ শর্মা
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2G1ohTc
January 25, 2019 at 08:36PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন