ক্যালিফোর্নিয়া, ০৮জানুয়ারি- গত রোববার রাতে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলসে অনুষ্ঠিত হয় হলিউডের বছরের প্রথম তারকাবহুল পুরস্কার অনুষ্ঠান। এই আয়োজনে জয়ের দিক থেকে এগিয়ে আছে তিনটি ছবিগ্রিন বুক (৩ টি), বোহিমিয়ান রাপসোডি (২ টি) ও রোমা (২ টি)। চলুন একনজরে দেখে নিই কোন বিভাগে বিজয়ী হয়েছে কে এবং কোন ছবি চলচ্চিত্র সেরা চলচ্চিত্র, ড্রামা: বোহিমিয়ান রাপসোডি সেরা চলচ্চিত্র, মিউজিক্যাল/কমেডি: গ্রিন বুক সেরা অভিনেতা, ড্রামা: রামি মালিক (বোহেমিয়ান রাপসোডি) সেরা অভিনেত্রী, ড্রামা: গ্লেন ক্লোজ (দ্য ওয়াইফ) সেরা অভিনেতা, মিউজিক্যাল/কমেডি: ক্রিশ্চিয়ান বেল (ভাইস) সেরা অভিনেত্রী, মিউজিক্যাল/কমেডি: অলিভিয়া কোলম্যান (দ্য ফেভারিট) সেরা পার্শ্বচরিত্রে অভিনেতা: মহের্শালা আলি (গ্রিন বুক) সেরা পার্শ্বচরিত্রে অভিনেত্রী: রেগিনা কিং (ইফ বিয়েল স্ট্রিট কুড টক) সেরা পরিচালক: আলফনসো কুয়ারন (রোমা) সেরা ভিনদেশি ভাষায় নির্মিত চলচ্চিত্র: রোমা (মেক্সিকো) সেরা চিত্রনাট্য: গ্রিন বুক সেরা মৌলিক গান: শ্যালো (আ স্টার ইজ বর্ন) সেরা অ্যানিমেটেড চলচ্চিত্র: স্পাইডারম্যান: ইনটু দ্য স্পাইডারভার্স টেলিভিশন সেরা ড্রামা সিরিজ: দ্য আমেরিকানস সেরা অভিনেতা, ড্রামা: রিচার্ড ম্যাডেন (বডিগার্ড) সেরা অভিনেত্রী, ড্রামা: স্যান্ড্রা ওহ (কিলিং ইভ) সেরা মিউজিক্যাল/কমেডি সিরিজ: দ্য কমিনস্কি মেথড সেরা অভিনেতা, মিউজিক্যাল/কমেডি: মাইকেল ডগলাস (দ্য কমিনস্কি মেথড) সেরা অভিনেত্রী, মিউজিক্যাল/কমেডি: র্যা চেল ব্রসনান (দ্য মার্ভেলাস মিসেস মাইসেল) সেরা পার্শ্বচরিত্রের অভিনেতা: বেন উইশ (আ ভেরি ইংলিশ স্ক্যান্ডেল) সেরা লিমিটেড সিরিজ/টিভি মুভি: দ্য অ্যাসাসিনেশন অব গিয়ান্নি ভারসাচি: আমেরিকান ক্রাইম স্টোরি সেরা অভিনেতা, লিমিটেড সিরিজ/টিভি মুভি: ড্যারেন ক্রিস (দ্য অ্যাসাসিনেশন অব গিয়ান্নি ভারসাচি: আমেরিকান ক্রাইম স্টোরি) সেরা অভিনেত্রী, লিমিটেড সিরিজ/টিভি মুভি: প্যাট্রিসিয়া আরকেত্ত (এস্কেপ অ্যাট ডানেমোরা) এমএ/ ০২:৪৫/ ০৮জানুয়ারি
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2Tz3gT5
January 08, 2019 at 08:47PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন