বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :: বিশ্বনাথে যুক্তরাজ্য প্রবাসীর বিরুদ্ধে বাড়ির সীমানা প্রাচীর ভাংচুরের অভিযোগ করেছেন তার সৎ মা। উপজেলার অলংকারী ইউনিয়নের রহিমপুর গ্রামের মৃত খুরশিদ আলীর পুত্র যুক্তরাজ্য প্রবাসী তোতা মিয়া (৩৫) এর বিরুদ্ধে বৃহস্পতিবার বিশ্বনাথ থানায় এই লিখিত অভিযোগ প্রদান করেন প্রবাসীর সৎ মা সুরেতুন বিবি (৫৫)। অভিযোগ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
থানায় লিখিত অভিযোগে বাদী সুরেতুন বিবি উল্লেখ করেন, পারিবারিক ও জায়গা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে তার সৎ পুত্র তোতা মিয়ার সাথে বিরুধ চলে আসছে। বাদীর ছেলে-মেয়েরা দেশে না থাকার সুবাদে অভিযুক্ত তোতা মিয়া বিভিন্ন ভাবে তার (বাদি) ক্ষতি করার পায়তারা করে আসছেন। প্রায় ৭/৮ দিন পূর্বে তোতা মিয়া দেশে এসে বাদির ভোগদখলকৃত জায়গা নিজের বলে দাবি করেন এবং গত বৃহস্পতিবার সকালে অজ্ঞাতনামা ৫/৬ জনকে সাথে নিয়ে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বাদির বসত বাড়ীর সীমানা প্রাচীর (দেয়াল) ভাংচুর করে প্রায় ২ লাখ টাকার ক্ষতিসাধন করেন। এসময় ভাংচুরকারীরা বাদীকে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করেন। সুরেতুন বিবি অভিযোগ করেন- কেয়ারটেকার হিসেবে তার বাড়ি দেখাশুনা করে আসছিলেন প্রতিবেশী আব্দুল কাদিরের পুত্র আব্দুল জলিল। এতে প্রতিহিংসা ও ষড়যন্ত্রমূলক ভাবে গত ২২ জানুয়ারী রাতে টার্কি খামার থেকে মোরগ নেওয়ার কথা বলে আব্দুল জলিলকে তার বসত ঘর থেকে ডেকে বাহিরে বের করে গোয়েন্দা পুলিশ। এরপর আব্দুল জলিলের প্যান্টের পকেটে ২০ পিছ ইয়াবা পাওয়া গিয়েছে মর্মে তাকে আটক করে থানায় সোপর্দ করা হয়। এর পিছনে তোতা মিয়ার হাত রয়েছে বলেও অভিযোগ করেন সুরেতুন বিবি।
অভিযুক্ত যুক্তরাজ্য প্রবাসী তোতা মিয়া তার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে বলেন- আমার সৎ ভাই মাশুক মিয়ার কাছে আমার ১০ লাখ টাকা পাওনা রয়েছে। আমি এই টাকা ফেরত চাইলে তিনি টাকা দিতে অপারগতা প্রকাশ করেন এবং আমাকে হয়রানী করতে থানায় মিথ্যা অভিযোগ প্রদান করা হয়।
অভিযোগ পাওয়ার সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামসুদ্দোহা পিপিএম বলেন- আমরা সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শনে যাব এবং তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://bit.ly/2RdpzMI
January 26, 2019 at 02:09PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.