ঢাকা, ১১ জানুয়ারি- বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি ষষ্ঠ আসরের তৃতীয় ম্যাচে সিলেট সিক্সার্সকে হারিয়ে জয়ে শুরু কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। এরপর নিজেদের দ্বিতীয় ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে খেলতে নেমে ৬৩ রানে অলআউট হওয়া কুমিল্লা হেরে যায় ৯ উইকেটে। নিজেদের তৃতীয় ম্যাচে জয়ে ফিরতে কুমিল্লার প্রয়োজন ১২৫ রান। শুক্রবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে কুমিল্লার বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাট করে রাজশাহী কিংস। এদিন ব্যাটিংয়ে নেমে শহীদ আফ্রিদির স্পিন, সাইফুদ্দিন ও আবু হায়দার রনির গতির মুখে পড়ে ১৮.৫ ওভারে ১২৪ রানে অলআউট রাজশাহী। দলের হয়ে সর্বোচ্চ ৩২ রান করেন পেস বোলার ইসিরু উদানা। এছাড়া ৩০ রান করেন ওপেনার মেহেদী হাসান মিরাজ। ২৭ রান করেন জাকির হাসান। এছাড়া ১৬ রান করেন মোহাম্মদ হাফিজ। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে ৪ ওভারে ১০ রানে ৩ উইকেট নেন শহীদ আফ্রিদি। এছাড়া দুটি করে উইকেট নেন সাইফুদ্দিন, আবু হায়দার রনি ও লিয়াম দাওসন। রাজশাহী কিংস: মুমিনুল হক সৌরভ, মেহেদী হাসান মিরাজ, সৌম্য সরকার, মোহাম্মদ হাফিজ, জাকির হাসান, লরি ইভান্স, ফজলে মাহমুদ, কাজী আহমেদ, ইসিরু উদানা, আরাফাত সানি ও মোস্তাফিজুর রহমান। কুমিল্লা ভিক্টোরিয়ান্স: তামিম ইকবাল, ইভিন লুইস, ইমরুল কায়েস, লিয়াম দাওসন, শোয়েব মালিক, আবু হায়দার রনি, এনামুল হক বিজয়, মেহেদী হাসান, সাইফুদ্দিন, মোহাম্মদ শহীদ ও শহীদ আফ্রিদি। এমএ/ ০৯:২২/ ১১ জানুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2TP2HVF
January 12, 2019 at 03:45AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top