শিলিগুড়ি, ৪ জানুয়ারিঃ দিনের শেষে নিজেই ঘরে ফিরল শচীন। টানা চারদিনের তল্লাশি অভিযানের পর শুক্রবার সন্ধ্যায় হার্বিভোরাস সাফারি থেকে হাঁটতে হাঁটতে খোলা গেট দিয়ে নিজের এনক্লোজারে ফেরে শচীন। তাকে দেখতে পেয়ে বনকর্মীরা ডাক দিতেই সোজা নাইট শেল্টারে চলে যায় শচীন। শুক্রবার সন্ধ্যায় এমনটাই দাবি করেছেন বেঙ্গল সাফারি কর্তৃপক্ষ। সাফারি পার্ক সূত্রে খবর, শচীনের মাথার পেছনে, চোখের নিচে এবং পায়ে সামান্য চোট রয়েছে। আপাতত তাঁকে নাইট শেল্টারে রেখে চিকিৎসা করা হবে বলে জানিয়েছেন সাফারির ডিরেক্টর রাজেন্দ্র জাখর। সাফারি পার্ক সূত্রে খবর, শনিবার শচীনের খোঁজ নিতে আসবেন রাজ্যের বনমন্ত্রী বিণয়কৃষ্ণ বর্মন।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2QoKTOG
January 04, 2019 at 10:00PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন