রাজগঞ্জ, ২১ জানুয়ারিঃ প্রায় ১০ ফুট লম্বা চিতাবাঘের চামড়া সহ গ্রেফতার হল পাঁচজন। বৈকুন্ঠপুর বন বিভাগের স্পেশাল টাস্ক ফোর্সের গোপন অভিযানে উদ্ধার হয়েছে ওই চামড়া। ধৃতরা হল নাগরাকাটার বিকাশ রাই, কিষাণ তামাং, লাটাগুড়ির রঞ্জিত মহন্ত, সঞ্জয় অধিকারী এবং মোহন মুন্ডা।
টাস্ক ফোর্সের প্রধান সঞ্জয় দত্ত বলেন, ‘ধৃতদের জেরা করে জানা গিয়েছে চিতাবাঘ মেরে তার মাংস খেয়েছে। এমন অনেক বাঘ খেকো রয়েছে ওখানে।’ চামড়াটি ১২ লক্ষ টাকায় নেপালে পাচারের পরিকল্পনা ছিল। ধৃতদের সোমবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হবে।
সংবাদদাতাঃ রণজিৎ বিশ্বাস
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2DoCRCp
January 21, 2019 at 12:48PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন