চট্রগ্রাম, ৩০ জানুয়ারি- বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চট্টগ্রামপর্বে শেষ দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে চিটাগং ভাইকিংস আর ঢাকা ডায়নামাইটস। টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন চিটাগং অধিনায়ক মুশফিকুর রহীম। টানা তিন ম্যাচ হেরে অনেকটাই কোণঠাসা চিটাগং ভাইকিংস। জয়ের বিকল্প নেই তাদের সামনে। এরকম পরিস্থিতিতে বুধবার ঢাকা ডায়নামাইটসের মুখোমুখি হয়েছে মুশফিকুর রহীমের দলটি। নিজেদের বাঁচা-মরার ম্যাচে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৭৪ রানের চ্যালেঞ্জিং টার্গেট ছুড়ে দিয়েছে দলটি। ব্যাট হাতে দুই ওপেনার শুরুটাও করেন বিস্ফোরক। তবে ব্যক্তিগত ২১ রানে আউট হয়ে যান মোহাম্মদ শেহজাদ। ১৫ বলে একটি ছক্কা ও ৩টি চার মারেন তিনি। তবে অন্য ওপেনার ক্যামেরন ডেলপোর্ট খেলেন বড় ইনিংস। ৫৭ বলে ৪ ছক্কা ও ৫ চারে ৭১ রান করেন তিনি। অন্যদিকে ঝড়ো ইনিংস খেলেন মুশফিকও। চিটাগংয়ের অধিনায়ক ২৩ বলে করেন ৪৩। যেখানে ছিল ২টি ছক্কা ও ৪টি চার। এছাড়া ইয়াসির আলীর ব্যাট থেকে আসে ১৯ রান। তবে চিটাগংয়ের স্কোরটা আরেকটু বড় হতে পারত। কিন্তু ইনিংসের শেষ ওভারটি করতে এসে হ্যাটট্রিক করে তাদের ১৭৪ রানে থামিয়ে দেন আন্দ্রে রাসেল। শেষ ওভারের প্রথম তিন বলে তিনি মুশফিক, ডেলপোর্ট ও দাসুন শানাকার (০) উইকেট তুলে নেন। এমএ/ ০৪:০০/ ৩০ জানুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2DJjbcI
January 30, 2019 at 10:04PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top