বীরপাড়া, ১২ জানুয়ারিঃ ভূটান সীমান্তবর্তী লঙ্কাপাড়ার বেকার যুবক যুবতিদের টেলিভিশন ও বিভিন্ন বৈদ্যুতিন যন্ত্রপাতি মেরামতির প্রশিক্ষণ দেওয়া হল এসএসবি-র সিমলাবাড়ি ফালাকাটা ৫৩ নম্বর ব্যাটলিয়ানের পক্ষ থেকে। জানা গিয়েছে, নর্থ বেঙ্গল আর্ট অ্যাকাডেমি নামে শিলিগুড়ির একটি স্বেচ্ছাসেবী সংস্থার তত্বাবধানে দুই সপ্তাহ ধরে ১০জন যুবক যুবতিকে ওই প্রশিক্ষণ দেওয়া হয়। শনিবার এসএসবি-র পক্ষ থেকে তাঁদের শংসাপত্র দেওয়া হয়। এসএসবি-র সিমলাবাড়ি ফালাকাটা ৫৩ নম্বর ব্যাটেলিয়ানের কমান্ডিং অফিসার অরবিন্দ কুমার, অ্যাসিসন্ট্যান্ট কমান্ডান্ট সঞ্জয় কুমার প্রমুখ জানান, কমিউনিটি ওয়েলফেয়ার প্রকল্পে এলাকার বাসিন্দাদের স্বনির্ভর করতে ওই প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল।
সংবাদদাতাঃ মোস্তাক মোরশেদ হোসেন
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2AFNnU0
January 12, 2019 at 08:14PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন