সীমান্তে বাণিজ্য কেন্দ্রের পরিকাঠামোগত উন্নয়নের দাবিতে আন্দোলন

চ্যাংরাবান্ধা ৩০ জানুয়ারিঃ চ্যাংরাবান্ধা সীমান্ত বাণিজ্য কেন্দ্রের পরিকাঠামোগত বিভিন্ন উন্নয়নের দাবিতে ভারত-বাংলাদেশ এবং ভুটান-বাংলাদেশ বৈদেশিক বাণিজ্য বন্ধ রেখে আন্দোলন করলেন এলাকাবাসী। বুধবার সামাজিক সংগঠন ‘সৃজন’-এর তরফে প্রতীকী ধর্মঘট পালন করা হয়। সৃজনের অভিযোগ, বর্তমানে চ্যাংরাবান্ধা সীমান্তের বেহাল অবস্থা। যানজট এলাকার প্রতিদিনকার সমস্যা হয়ে দাঁড়িয়েছে। পরিকাঠামোর অভাবে আন্তর্জাতিক বানিজ্যে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। এতে এলাকার অর্থনৈতিক অবনতি হচ্ছে। সৃজনের সম্পাদক সুনির্মল গুহ বলেন, ‘দীর্ঘ প্রায় ত্রিশ বছরেরও বেশি সময় ধরে এখান দিয়ে বহির্বাবাণিজ্য চললেও উন্নয়নের বিষয়ে কারো কোনও হেলদোল নেই। এরই প্রতিবাদে চ্যাংরাবান্ধা স্থলবন্দরে বাণিজ্য বন্ধ রেখে এই প্রতীকী ধর্মঘট।’ এদিনের আন্দোলনে ব্যবসায়ী, ট্রাক মালিক সহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধি হাজির ছিলেন বলে জানান সুনির্মল বাবু। সকাল ৮ টা থেকে বেলা ১১ টা অবধি এই বিক্ষোভ চলে। বন্ধ ছিল সমস্ত রকম আমদানি বাণিজ্য।

অবশেষে মেখলিগঞ্জ ব্লকের বিডিও সঞ্জীব ঘোষ, শুল্ক দপ্তরের সুপারিনটেনডেন্ট কপিল পাইন এসে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার পর ধর্মঘট তুলে নেওয়া হয়। তবে তাদের সমস্যার সমাধানের দাবিতে লাগাতার আন্দোলন চলবে বলে জানানো হয়েছে সৃজনের তরফে।

 

সংবাদদাতাঃ গৌতম সরকার



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2RohrZW

January 30, 2019 at 01:45PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top