সেনার সামরিক পুলিশে মহিলা নিয়োগে অনুমোদন প্রতিরক্ষামন্ত্রকের

নয়াদিল্লি, ১৯ জানুয়ারিঃ সেনার সামরিক পুলিশে মহিলা নিয়োগ করার সিদ্ধান্তে অনুমোদন দিলেন প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমন। সেনার সামরিক পুলিশ বাহিনীতে পার্সোনেল বিলো অফিসার র‍্যাংক (পিবিআরও)-এ মহিলাদের অন্তর্ভুক্ত করা হবে। ধাপে ধাপে সেনার সামরিক পুলিশ বাহিনীর মোট জওয়ানের ২০ শতাংশ পদেই মহিলাদের অন্তর্ভুক্ত করা হবে। টুইট করে এই খবর জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমন।

পিবিআরও-তে যারা নিয়োগ হবে তাদের দায়িত্বগুলির মধ্যে থাকছে ধর্ষণ, নিপীড়ন এবং চুরির অভিযোগের তদন্ত করা, সামরিক অভিযানে যেখানে সেনার সহায়তা প্রয়োজন সেখানে সহায়তা করা, যুদ্ধের সময় সীমান্তের নিকটবর্তী গ্রামগুলি থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়ার কাজে সহায়তা, উদ্বাস্তুদের মধ্যে মহিলা ও শিশুদের ভিড় নিয়ন্ত্রণ, তল্লাশি ও অপারেশনের সময় সহায়তা ইত্যাদি।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2FHXY4e

January 19, 2019 at 12:29PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top