শিবগঞ্জে চকপাড়া থেকে ৪টি ওয়ান স্যুটার গান উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে চকপাড়ার নলডুবুরী এলাকা থেকে ৪টি ওয়ান শুটারগান, একটি পিস্তুল, ২টি ম্যাগজিন ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবি। তবে এঘটনায় কাউকে আটক করতে পারেনি। অভিযানে একটি  মিশুক জব্দ করা হয়।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাত ১০ টার দিকে রহনপুর ৫৯ ব্যাটালিয়নের উপ অধিনায়কব মেজর রফিকুল ইসলাম ও ইডি আজিমুল হকের নেতৃত্বে  শিবগঞ্জ উপজেলাধীন শাহাবাজাপুর ইউনিয়নের  মেইন পিলার  ১৮২’৪এস হতে ৬০ গজ বাংলাদেশের অভ্যান্তরে চকপাড়া নলডুবুরী এলাকায় অভিযান চালায়। এ সময়  মিশুকের চালক টহলদলের উপস্থিতি টের পেয়ে মিশুক ফেলে আম বাগানের মধ্য দিয়ে রাতের অন্ধকারে দৌড়ে ভারতের দিকে পালিয়ে যায়। পরে মিশুকটি তল্লাশী করে মিশুকের সীটের নীচে ভারতীয় একটি শপিং ব্যাগে মোড়ানো রাখা ৪টি ওয়ান শুটারগান, একটি পিস্তুল, ২টি ম্যাগজিন ও ৬ রাউন্ড ।  গুলিসহ একটি মিশুক আটক করা হয়। উদ্ধারকৃত  অস্ত্র, গুলি ও মিশুক শিবগঞ্জ থানায় জমা দেয়া হয়েছে।   এব্যাপারে শিবগঞ্জ থানায় একটি মামলা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক শিবগঞ্জ/ ৩১-০১-১৯


from Chapainawabganjnews http://bit.ly/2CZGxcc

January 31, 2019 at 02:44PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top