রায়গঞ্জ, ৯ জানুয়ারিঃ প্রয়াত হলেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রথম অধ্যাপক প্রনব কুমার ভট্টাচার্য। মঙ্গলবার বিকেল সাড়ে ৪ টায় মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর।
উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় ১৯৬২ সালে প্রতিষ্ঠিত হলেও ইতিহাস বিভাগ শুরু হয় ১৯৬৫ সালে। সেই বছর কলকাতা থেকে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে প্রথম অধ্যাপক হিসেবে যোগদান করেছিলেন প্রনব কুমার ভট্টাচার্য। তিনি স্যার যদুনাথ সরকার চেয়ার প্রফেসর পদে আসীন ছিলেন। ঐ পদে থেকেই অবসর গ্রহণ করেন। কলা বিভাগের ডিন ও অন্যান্য পদও তিনি যোগ্যতার সাথে সামলেছেন। উত্তরবঙ্গে জন্ম না হলেও কর্মসূত্রে উত্তরবঙ্গে এসে এখানকার সবকিছুকে ভালোবেসে গেছিলেন আজীবন। মূলতঃ মূদ্রা নিয়ে বিস্তর গবেষণা করেছেন। তাঁর লেখা বেশ কয়েকটি গ্রন্থ বৌদ্ধিক সমাজে সমাদৃত। ‘কয়েনেজ অফ সিকিম’, ‘হিস্টোরিকাল জিওগ্রাফি অফ মধ্যপ্রদেশ’, ‘আইকোনোগ্রাফী অফ স্কাল্পচার’,‘ ক্যাটালগ অফ কোয়েন্স ইন এ কে ম মিউজিয়াম’ ইত্যাদি বেশ কয়েকটি গ্রন্থ লিখেছেন তিনি। পঞ্চাশের বেশি গবেষণামূলক প্রবন্ধ জাতীয় ও আন্তর্জাতিক পত্র-পত্রিকাতে প্রকাশিত হয়েছে। তাঁর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে উত্তরবঙ্গ তথা পশ্চিমবঙ্গের ইতিহাস জগতে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2Fkj2NN
January 09, 2019 at 11:40AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন